promotional_ad

মারুফ-জাকেরের সেঞ্চুরিতে গাজি গ্রুপের ভরাডুবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরে টস জয় তো ম্যাচ জয়, এই ধারা বজায় রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টসে জিতে গাজি গ্রুপকে ২৫০ রানে বেঁধে ফেলে ৮ উইকেটে জিতেছে রূপগঞ্জ। মেহেদি মারুফ ও জাকের আলির জোড়া সেঞ্চুরির সামনে জবাব খুঁজে পায় নি গাজি গ্রুপ। 


দ্বিতীয় ইনিংসে মিরপুরের ব্যাটিং কন্ডিশনে ব্যাটিং পাওয়ার প্লেতে দুই টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাইম ও মমিনুল হক দুই অংকের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফিরে যান। ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও খেই হারায় নি রুপগঞ্জ।


ব্যাটিং পাওয়ারপ্লেতে রান রেটের সাথে পাল্লা দিয়ে ৫১ রান তুলে নেয় রুপগঞ্জ। ঝুঁকিহীন ক্রিকেট খেলে ২০তম ওভারে দলের স্কোর ১০০ ছাড়ায় রুপগঞ্জ। এর মধ্যে ৪৯ বলে ব্যক্তিগত অর্ধশত পূর্ণ করেন ওপেনার মেহেদি মারুফ। ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ইনিংসটি সাজান তিনি। 


তাঁকে সঙ্গ দেন জাকের আলি। ৬৬ বলে অর্ধশত পূর্ণ করেন তিনি। সেখান থেকে পেছনে ফিরে তাকান নি এই দুই ব্যাটসম্যান। জোড়া সেঞ্চুরি তুলে নিয়ে গাজি গ্রুপের বোলারদের ভোগান্তি বাড়ায় মারুফ-জাকের জুটি। 


১০৯ বল খরচায় ওপেনার মারুফ সেঞ্চুরি তুলে নিলেও সময় নিয়েছেন জাকের আলি। ক্যারিয়ারের প্রথম লিস্ট 'এ' সেঞ্চুরি তুলে নিতে ১২৩ বল খরচা করেছেন এই তরুণ। চতুর্থ উইকেট জুটিতে ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ইনিংসের ২৭ বল বাকি থাকতেই দুই পয়েন্ট নিশ্চিত করে রূপগঞ্জ। মারুফ ১৩৭ ও জাকের আলি ১০৭ রানে অপরাজিত ছিলেন। 


এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করা গাজি গ্রুপকে ভালো সূচনা এনে দিয়েছিল ইমরুল কায়েস ও তাসামুল হক। ব্যাটিং পাওয়ারপ্লেতে দেখেশুনে ব্যাট করে ভালো সূচনা এনে দিয়েছিল ইমরুল ও তাসামুল।



promotional_ad

ইনিংসের ১২তম ওভারে এসে জুটি ভাঙ্গে, তাসামুল মেহেদি মারুফের থ্রো'তে রান আউট হন ১৭ রান করা তাসামুল। তবে রনি তালুকদারকে নিয়ে জুটি গড়ে বিপদ সামাল দেন ইমরুল। 


মিডেল ওভারে এসে পর পর দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে গাজি গ্রুপ। রনি ২৯ রান করে নাইমের বলে আউট হওয়ার পর স্থায়ী হয়নি শামসুর রহমানের ইনিংস। বেশীক্ষণ স্থায়ীনি উইকেটে জমে যাওয়া ইমরুলের ইনিংস। ৭৩ বলে ৪৮ রান করে রিশি ধাওয়ানের স্পিনে আউট হন তিনি। 


দ্রুত উপরের সারির ব্যাটসম্যানদের উইকেট হারিয়ে বিপদে পড়া গাজি গ্রুপকে বিপদ মুক্ত করেন পারভেজ। মাইশুকুর ও তৌহিদের সাথে জুটি গড়ে দলের স্কোর বাড়িয়ে নেন তিনি। মাউশুকুর ৩১ ও তৌহিদ ১৯ রান করে পারভেজকে সঙ্গ দেন।  


রূপগঞ্জের হয়ে দুটি উইকেট নিয়েছেন মুক্তার আলি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শহীদ, ধাওয়ান, নাইম ও মিনহাজুর। 


সংক্ষিপ্ত স্কোর


গাজি গ্রুপ ২৫০/৯ (৫০ ওভার)


পারভেজ ৮৬, ইমরুল ৪৮



মুক্তার আলি ২/৫৪, ধাওয়ান ১/৩৯ 


লিজেন্ডস ???ব রূপগঞ্জ ২৫৩/২ (৪৫.৩ ওভার)


মেহেদি মারুফ ১৩৭*, জাকের আলি ১০৭*


আবু হায়দায় ১/৪১



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball