promotional_ad

আশরাফুলের ব্যাটে রান, মাঝারি পুঁজি মোহামেডানের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাভারে চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৪০ রানে গুটিয়ে যায় মোহামেডান।


ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই ওপেনার ইরফান শুক্কুর এবং তিন নম্বরে নামা তুষার ইমরানের উইকেট হারিয়ে বসে মোহামেডান। খানিক পর ১৪ রানে বিদায় নেন অধিনায়ক রকিবুল হাসান।


৩ উইকেট হারালেও ওপেনার আব্দুল মজিদের সঙ্গে জুটি গড়েন মোহাম্মদ আশরাফুল। এই জুটিতে দলীয় ১০০ পার করে মোহামেডান। ফিফটির পথে হাঁটতে থাকেন আশরাফুল।



promotional_ad

কিন্তু ব্যক্তিগত ৪৪ রানে তাঁকে প্যাভিলিয়নে পাঠান তানবির হায়দার। তাঁর বিদায়ের পর ফিফটি তুলে নেয়া আব্দুল মজিদও ফেরেন ৫২ রানে।


শেষের দিকে শ্রীলংকান রিক্রুট চতুরঙ্গা ডি সিলভা এবং সোহাগ গাজি মিলে হাল ধরেন মোহামেডানের হয়ে। এই জুটি স্কোরবোর্ডে যোগ করে ৬৪ রান।


গাজি ৩২ করে ফেরার পর শেষের দিকে ৪৯ রানে ডি সিলভা প্যাভিলিয়নে ফিরলে ২৪০ রানে গুটিয়ে যায় রকিবুল হাসানের দল। সালাউদ্দিন শাকিল ৪১ রান দিয়ে নেন ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ 



মোহামেডানঃ ২৪০ অল আউট (৪৯.১ ওভার)


(মজিদ ৫২, ডি সিলভা ৪৯), (সালাউদ্দিন শাকিল ৩/৪১) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball