promotional_ad

ম্যাক্সওয়েল বিহীন অস্ট্রেলিয়ার পাকিস্তান 'মিশন'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং সফরকারী অস্ট্রেলিয়া। শারজাহতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।


ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের দিক থেকে তুঙ্গে আছে অ্যারন ফিঞ্চের দল। তার ওপর স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা শেষ হতে বেশি দিন বাকি নেই। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেন এই দুই ক্রিকেটার। 


সুতরাং পাকিস্তানের ঘরের মাঠে ভিন্ন এক অস্ট্রেলিয়া দলকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নেয়ার সুযোগ দিবে এই ওয়ানডে সিরিজ।



promotional_ad

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অসুস্থতার কারণে গ্লেন ম্যাক্সওয়েলকে পাচ্ছেনা সফরকারীরা। তাই মিডেল অর্ডারে স্টয়নিস-টার্নারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। 


অন্যদিকে স্বাগতিক পাকিস্তান এই সিরিজে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। অধিনায়ক সরফরাজ আহমেদ না থাকায় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ শোয়েব মালিক।


সঙ্গে সদ্য সমাপ্ত পিএসএলে ভালো খেলা ক্রিকেটাররা দলে আছেন। উমর আকমল-জুনায়েদ খানদের মত ক্রিকেটাররা ফিরেছেন দীর্ঘ দিন পর ওয়ানডে দলে। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও বোলিং লাইন আপ বেশ শক্তিশালী পাকিস্তান দলের। মোহাম্মদ আমির-উসমান শিনওয়ারিদের সঙ্গে থাকছেন তরুণ মোহাম্মদ হাসনাইনের মত বোলাররা।


অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশঃ



উসমান খাওয়াজা, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ঝেই রিচার্ডসন।


পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ


ইমাম উল হক, শান মাসুদ, হারসি সোহেল, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক (অধিনায়ক), উমর আকমল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, ইয়াসির শাহ, মোহাম্মদ হাসনাইন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball