দলের স্বার্থে মিডেল অর্ডারেও খেলতে রাজি ফিঞ্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে দলের জন্য ওপেনিং পজিশন ছাড়তে রাজি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওপেনিং ছেঁড়ে মিডেল অর্ডারেও খেলতে সমস্যা নেই এই ডানহাতি ব্যাটসম্যানের।
দলের জন্য যেখানে ভালো সেখানেই ব্যাট করতে রাজি ফিঞ্চ। ব্যক্তিগত সাফল্য নিয়ে না ভেবে কিভাবে দলকে সফলতা এনে দেয়া যায় সেটা নিয়েই ভাবছেন তিনি। ফিঞ্চ জানান,

'দলের জন্য যদি আমাকে পরে ব্যাটিংয়ে নামতে হয়, আমি সেটায় কোন সমস্যা দেখছি না। ওপেনিং, তিন নম্বর কিংবা পাঁচ নম্বর।
'আমি যেখানে ব্যাটিং করলে দলের ভালো হবে সেটাই করবো। ব্যক্তিগত সাফল্য নিয়ে আমি ভাবি না। পাঁচ নম্বরে ব্যাট করলে আমি সেঞ্চুরি পাব না, বেশি ব্যাটিংয়ের সুযোগও পাবো না; এসব কখনোই চিন্তা করি না।’
সম্প্রতি সময়ে ব্যাট হাতে ফর্মে নেই অ্যারন ফিঞ্চ। শেষ ১২ ওয়ানডেতে ফিফটির দেখা পেয়েছেন মাত্র ১ বার। সর্বশেষ সেঞ্চুরি এসেছে গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত খেলা ১০০ ওয়ানডের মধ্যে ৯৮টিতেই ওপেনিংয়ে দায়িত্ব সামাল দিয়েছেন ফিঞ্চ। কিন্তু বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের কম্বিনেশন এবং দলের স্বার্থে মিডেল অর্ডারেও খেলতে সমস্যা নেই এই ডানহাতি ব্যাটসম্যানের।