promotional_ad

সাইফউদ্দিন লম্বা রেসের ঘোড়াঃ সুজন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২২ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের মাঝে বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সার্ভিস দেয়ার মত রসদ আছে। আবাহনীর প্রধান কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এই তরুণ অলরাউন্ডারকে লম্বা রেসের ঘোড়া হিসেবে আখ্যায়িত করেছেন।


২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্সের পর ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন সাইফউদ্দিন। ছোট্ট ক্যারিয়ারে দেশের হয়ে ১০টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি।



promotional_ad

ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার। গত দুই বছর ধরে আবাহনীতে খেলছেন সাইফউদ্দিন। খুব কাছ থেকে সাইফকে বড় হতে দেখা আবাহনীর কোচ সুজন বলেছেন, 


'বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সাইফউদ্দিন নিজেকে গড়ে তুলছে। ভালো খেলছে, ভালো ব্যাট করছে। আমি মনে করি সে লম্বা রেসের ঘোড়া। সে অনেক বছর খেলবে যদি ফিটনেস ঠিক থাকে।'


সাইফউদ্দিনের সাম্প্রতিক ফর্ম নজর কাড়ার মতন। লোয়ার অর্ডারে ব্যাট করে নিউজিল্যান্ডের কন্ডিশনে দুটি লড়াকু ইনিংস খেলেছেন তিনি। নেপিয়ারে ৪১ রানের ইনিংসের পর ডুনেডিনে খেলেছেন ৪৪ রানের ইনিংস। 



দুইটি ইনিংসই বাংলাদেশের মান বাঁচাতে সাহায্য করেছে। একই দায়িত্ব পালন করেছেন আবাহনীর জার্সিতে। লোয়ার অর্ডারে ব্যাট করে তিন ম্যাচ খেলে দুটি ফিফটি হাঁকিয়েছেন ইতিমধ্যেই। বল হাতেও দারুণ ছন্দে আছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball