এত পারফর্মার, এত অভিজ্ঞতা আগে ছিল নাঃ বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী মাসের মাঝামাঝি ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার মনে করেন এত অভিজ্ঞতা ও এত পারফর্মার নিয়ে আগে কখনও বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ দল।
আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবার সেরা দল নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপে কারা খেলবেন সেটা প্রায় নিশ্চিত হয়েই আছে। গত কয়েক বছর যারা পারফর্ম করেছেন তারাই থাকছেন বিশ্বকাপ দলে। মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন হাবিবুল বাশার।

'পেছনের যত বিশ্বকাপ দেখেন এ বছর আমরা সেরা দলটা নিয়েই যাচ্ছি। এবার দল এত অভিজ্ঞ, যত পারফরমার আছে আগে এত ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানেনই তো একটা সেটআপ তো ঠিক মাথাই আছে। জাদুকরী কিছু যদি এর মধ্যে কেউ কিছু করে ফেলে, সেটা ভিন্ন কথা। তবে বিশ্বকাপের একটা সেটআপ তৈরি হয়েই আছে। এখন সবাই যখন ফর্মে থাকে, সুস্থ থাকে—এ দুটো জিনিস গুরুত্বপূর্ণ।’
ওয়ানডে বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে অনেক পরিকল্পনা থাকে দলগুলোর। নির্বাচকদেরও কঠোর পরিশ্রম করতে হয় দল সাজাতে। এবছর সেরা দল নিয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের এই নির্বাচক।
‘বিশ্বকাপ আছে চার বছর পর পর আসে। বিশ্বকাপ আমাদের কাছে বিশেষ উপলক্ষ। বিশ্বকাপ দল করাটা অন্য সিরিজ–টুর্নামেন্টের চেয়ে একটু আলাদা হয়ে থাকে। সব সিরিজই গুরুত্বপূর্ণ। সব সিরিজের দল করতে অনেক চিন্তা করতে হয়। তবে বিশ্বকাপ সব সময়ই স্পেশাল। এ কারণে দল করতে গিয়ে আমাদের একটু বেশি চিন্তা ভাবনা করতে হয়, একটু সময় নিতে হয়। এ বছর আমরা সেরা দল নিয়েই যাচ্ছি।'
বিশ্বকাপের দল নিয়ে সবারই প্রত্যাশা থাকে অনেক রকম। সেটা অনেক সময় নির্বাচকদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। তবে এটাকে স্বাভাবিক ভাবেই দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
‘বিশ্বকাপের দল যখন করতে বসবেন সবার আগ্রহ, পছন্দ–অপছন্দ, চাপ থাকবে। ঘোষণার আগ পর্যন্ত আমাদের চিন্তাভাবনা করতে হবে। এটা নতুন কিছু নয়, অস্বাভাবিক নয়। এবার বিশ্বকাপের দলটা নিয়ে সবার প্রত্যাশা বেশি।’