promotional_ad

১৪২ বছরে প্রথম মুরতাঘ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের শঙ্কায় আয়ারল্যান্ড। তারপরও ব্যাট হাতে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন আইরিশ ক্রিকেটার টিম মুরতাঘ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১১ নম্বরে নেমে দুই ইনিংসেই ২৫ রানের বেশি রান করেছেন তিনি।


দেরাদুন টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে অল আউট হয়েছে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান ১ উইকেট হারিয়ে ২৯ রান করে দিন শেষ করেছে।



promotional_ad

এই টেস্টের প্রথম ইনিংসে মুরতাঘ ৫৪ রানে অপরাজিত ছিলেন। তাঁর এই ইনিংসের সুবাদেই ১৭২ রানের সম্মানজনক পুঁজি পেয়েছিল আয়ারল্যান্ড। নাহলে আরও কম রানেই গুটিয়ে যেত আইরিশদের ইনিংস।


দ্বিতীয় ইনিংসে করেছেন ২৭ রান, যা তাকে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসের রেকর্ডে জায়গা করে দিয়েছে। দেরাদুন টেস্টের এখনও আরও দুইদিন বাকি। ফলে ১১৮ রানে পিছিয়ে থাকা আফগানিস্তানের জয়ের সম্ভাবনাই বেশি।


চতুর্থ দিনে নাটকীয় কিছু না হলে জিততে চলেছে আফগানরাই। তবে এই টেস্টে একমাত্র পাওয়া মুরতাঘের এই রেকর্ড। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে আফগানিস্তানের।



ওই ম্যাচে ইনিংস আর ২৬২ রানে হেরে যায় আফগানরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে আয়ারল্যান্ড। সেই ম্যাচে তারা ৫ উইকেটে হারের স্বাদ পায়। দুই দলই দেরাদুনে নিজেদের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball