promotional_ad

আপাতত খেলা থেকে দূরে মুশফিক-তামিমরা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||   


ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আপাতত টাইগার ক্রিকেটারদের খেলা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।


কোচিং স্টাফ সহ ১৯ জনের দলটি শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়েছেন ক্রিকেটারদের এখন পরিবারের সাথে সময় কাটনোর কথা বলেছেন তিনি।



promotional_ad

'সবকিছু ঠান্ডা হলে তারপর আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মূহুর্তে কোনো চিন্তা ভাবনা করবে না। পরিবারের সাথে সময় কাটাবে। আমরা আছি, আমাদের যদি কোনো সহযোগীতা লাগে কারো আমরা আছিই। এটাই ওদের বলা হয়েছে।'


ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর থেকে মানসিক যন্ত্রণার মধ্য দিতে যেতে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এরপর থেকে তারা শুধু দেশে ফেরার অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নাজমুল হাসান। 


'তারা কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে। আমি যখন তাদের সাথে কথা বলেছি ঘটনার পর, আমরা সকলেই বুঝতে পারছিলাম ওদের মধ্যে দিয়ে কি যাচ্ছে মানসিক ভাবে। তখন থেকেই তারা অপেক্ষায় ছিল কখন দেশে আসতে পারবে, কত তারাতারি।'



আল নূর মসজিদে অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের পর দুই দেশের ক্রিকেট বোর্ড শেষ টেস্ট বাতিল করে দেয়। অল্পের জন্য বেঁচে যাওয়া টাইগার ক্রিকেটাররা দুঃসহ স্মৃতি নিয়ে ২২ ঘন্টার ভ্রমণ করেছেন। কারোর ঘুমও হয়নি। তাই তাদের নিজেদের মতো সময় কাটানোর সুযোগ দিচ্ছে বিসিবি।


'একটু আগে রিয়াদ বলেছে তারা ঘুমাতে পারেনি সারারাত। ওদের জন্য এটা ২২ ঘন্টার ভ্রমণ। এতো লম্বা ভ্রমণে তারা সবাই ক্লান্ত। মানসিক ভাবে ভেঙে পড়েছে অনেকেই। এখন ওদের সাথে কথা বলারও কিছু নেই। আমরা সবাই ওদেরকে বলেছি, যাও বাসায় যাও। সবকিছু বাদ দিয়ে, ঠান্ডা মাথায়, নিজেদের মতো করে, যা ভালো লাগে সেভাবে কাটাও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball