আদালতে দাঁড়িয়ে হাসছিলেন মসজিদে হামলাকারী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। গ্রেফতারের পর তাঁকে আদালতে হাজির করা হলে সে সময় হাসছিলেন তিনি। শনিবার সকালে তাঁকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়।
নিউজিল্যান্ড হেরাল্ডের অনলাইন সংস্করণে বলা হয়, ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় অভিযুক্ত করা হয়েছেন ব্রেনটনকে। আটকের পর তাঁকে যখন হাজির করা হয়, তখন তাঁর পরনে ছিল বন্দীদের সাদা পোশাক, হাতে হাতকড়া এবং খালি পা।

যে সময় তাঁর ছবি তোলা হচ্ছিলো সে সময় আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসছিলেন ব্রেন্টন। অথচ তাঁর পাশেই ছিলেন দুই পুলিশ সদস্য। আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত
তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালতে দায়িত্বরত আইনজীবী রিচার্ড পিটারস জানান, এর মধ্যে তাঁর জামিনের কোনো আবেদন হচ্ছে না। তাঁর নাম গোপন রাখারও কোনো আবেদন ছিল না।
অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ব্রেনটন হ্যারিসন টারান্ট শুক্রবার জুম্মার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে হামলা করেন। যে হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় নিহত ৪৯ জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪০ জন। এর মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই হামলার পর বাতিল করা হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টেস্ট। সফর বাতিলের কারণে শনিবার রাতেই দেশে ফিরছেন হামলা থেকে অল্পরের জন্য বেঁচে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা।