ঘাম ঝরিয়ে জিতল গাজী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লো স্কোরিং ম্যাচে ঘাম ঝরিয়ে জিতল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তারা খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে। মূলত শামসুর রহমান ও পারভেজ রসুলের জোড়া অর্ধশতকে ভর করে জয় পেয়েছে দলটি।
আগে ব্যাট করে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গিয়েছিল খেলাঘর। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই গাজী তাদের ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শামসুর রহমান।
তবে শামসুরকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রনি। এই ওপেনার আউট হয়েছেন মাত্র ২ রান করে। রনি ফিরে যাওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারিয়েছে গাজী। ৫ রান করে মাইশুকুর ফিরেছেন রান আউট হয়েছে।
রানের খাতা খোলার আগেই ফিরেছেন মেহেদী হাসান। এরপর পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন শামসুর ও পারভেজ। শামসুর অর্ধশতক তুলে নিয়ে ৫১ রান করে আউট হয়েছেন।
এরপর দ্রুত তৌহিদ তারেক (১) ও শামসুল ইসলাম (৬) ফিরে গেলেও আবু হায়দার রনিকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন পারভেজ। তিনি অপরাজিত ছিলেন ৫৯ রান করে।

রনি অপরাজিত ছিলেন ৬ রান করে। খেলাঘরের হয়ে রবিউল ইসলাম নেন ৫টি উইকেট। ১টি উইকেট গেছে তানভির ইসলামের ঝুলিতে। এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাচ্ছিল খেলাঘর। দলীয় ৩৪ রানের মধ্যেই তারা শীর্ষ ৪ ব্যাটসম্যানকে হারায়। এরপর পঞ্চম মাহিদুল ইসলাম ও আল মেনারিয়া জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন।
মেনারিয়া ১৫ রান করে আউট হয়েছেন। ষষ্ঠ উইকেটে অধিনায়ক নাজিমুদ্দিনকে নিয়ে আরেকটি জুটি গড়েন অঙ্কন। নাজিমুদ্দিন আউট হয়েছেন ২১ রান করে। মাহিদুলের ইনিংস থেমেছে ৫৭ রানে।
এরপর আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। ফলে দলটি অল আউট হয়ে যায় ১৩৮ রানে। গাজীর হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। মেহেদী হাসান ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট গেছে আবু হায়দার ও মাইশুকুরের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ ১৩৮/১০ (৪৭.৫)
(অঙ্কন ৫৭, নাজিমুদ্দিন ২৪; রাব্বি ৫/১৪)
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ১৪২/৭ (৩৯.৫ ওভার)
( শামসুর ৫১, পারভেজ ৫৯*; রবিউল ৫/৪১)