বাংলাদেশ দলের প্রতি কোহলির সমাবেদনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই ঘটনার আহত এবং নিহতদের পাশাপাশি বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি সমাবেদনা প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।
হামলার এই ঘটনাকে নিতান্তই দুঃখজনক বলে দাবি করেছেন বর্তমানে সময়ের সেরা এই ব্যাটসম্যান। সেই সঙ্গে ক্রিকেটারদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন কোহলি।

'নিতান্তই দুঃখজনক। ক্রাইস্টচার্চে কাপুরুষোচিত এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাঁদের জন্য আমার হৃদয় থেকে সমবেদনা। বাংলাদেশ দলের জন্যও একই অনুভূতি আমার। নিরাপদ থাকো।'
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ টেস্টটি বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভালে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন।