যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চায় বাংলাদেশ দল
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রাইচার্চের সন্ত্রাসী হামলার পর দ্রুত দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার চেষ্টা করবেন তাঁরা।
এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় নি। একযোগে দ্রুত এতোজনের টিকিট পাওয়ার ব্যাপারটি সহজ নয় বলে জানিয়েছেন পাইলট। তাঁর ভাষায়,

'এখনো ফাইনাল ডিসিশন হয় নাই। ফ্লাইট শিডিউলের একটা ব্যাপার থাকে। টিকেটের একটা ব্যাপার থাকে। দুই একজন হলে খুব সহজ হত। কিন্তু আমরা প্রায় ১৯ জন যাবো, এখান থেকে ব্যাক করে ঢাকায়।
'কিছু কোচ আছে কেউ হয়তো ওয়েস্ট ইন্ডিজ যাবে, কেউ হয়তো দক্ষিণ আফ্রিকা যাবে। তাঁরা হয়তো খুব দ্রুত সিঙ্গেল টিকেট পেয়ে যাবে। এই ১৯ জনের জন্য যেভাবেই হয় এক ফ্লাইটে না হলেও যেন আগে পিছে করে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার।'
এদিকে সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ টেস্টটি বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভালে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন।