নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে কালো দিনের সাক্ষী বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, বাতিল করা হয়েছে সফর। এই হামলার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তাঁর মতে, এটি দেশের অন্ধকারতম দিনগুলোর একটি। এই হামলাকে নজিরবিহীন সহিংস কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। আর দেশটির ইতিহাসের সবচেয়ে কালোদিনের সাক্ষী হয়েছে বাংলাদেশ দল।
এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে যার মধ্যে ৩জন বাংলাদেশী রয়েছেন। এরইমধ্যে এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। আর কোনও বন্দুকধারী পালিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে অভিযান চলছে।

'এ মুহূর্তে প্রাণহানির সংখ্যা আমি নিশ্চিত করতে পারব না। তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে এ দিনটি নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি। নিউ জিল্যান্ডে দুষ্কৃতকারীদের কোনও জায়গা নেই।
'তার দাবি, অভিবাসী, শরণার্থীসহ হামলার শিকার হওয়া সবাই নিউ জিল্যান্ডের অংশ, কিন্তু দুষ্কৃতকারীরা নয়। নিউ জিল্যান্ডের সমাজে এ ধরনের সহিংস হামলার কোনও জায়গা নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।'
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। সফর বাতিল হওয়ায় দ্রুত দেশে ফিরে আসবেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।