promotional_ad

ডিপিএল খেলার অনুমতি পাননি সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে খেলতে চেয়েছিলেন বাংলাদেশ দলের টি-টুয়েন্টি ও টেস্ট দলপতি সাকিব আল হাসান। কিন্তু ডিপিএলের এবারের আসরে জাতীয় দলের তারকা কোনো ক্রিকেটার না খেলায় তাঁকে অনুমতি দেয়া হয়নি।


সাকিব অনেকদিন থেকেই আঙুলের ইনজুরিতে ভুগছেন। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজেকে প্রস্তুত করতেই ডিপিএলে খেলতে চেয়েছিলেন সাকিব। তবে তাঁকে অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।



promotional_ad

'ডিপিএলে ইতিমধ্যে কোন জাতীয় দলের খেলোয়াড়কে আমরা সুযোগ দেই নি। সাকিব কিন্তু প্রিমিয়ার লীগ খেলতে চাচ্ছিল। প্রিমিয়ার লীগে তাঁকে আমরা অনুমতি দেইনি যেহেতু আমরা জাতীয় দলের খেলোয়াড়দের আমরা রাখি নি।'


ইতিমধ্যে সাকিবের ইনজুরি অনেকটাই সেরে উঠেছে। তবে এখনও খেলার জন্য প্রস্তুত নন তিনি। তাই নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্ট খেলার সুযোগ নেই তাঁর। চিকিৎসকের ছাড়পত্র পেলেই আবারও মাঠে নামবেন সাকিব।


সে সময় শুধু আইপিএল নয় বাংলাদেশের খেলা থাকলে সেখানেও খেলতে পারতেন তিনি। বুধবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন জালাল ইউনুস।



'যেটা বললেন এটা আপনাদের একটা ধারণা। আমার মনে হয় তা না। ইনজুরি তাঁর আছে। এখন যেই ইনজুরি ছিল সেটা কিছুটা সেরে উঠেছে। তাঁকে ১০ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। ১০ দিনের বিশ্রামের মধ্যে দিয়ে ফিটনেস চলে আসার মধ্যে দিয়ে তো শেষ টেস্ট খেলার সুযোগ নাই।


'এরপর যদি ফিট হয়, ডাক্তার যদি বলে তাহলে যে কোন ফরম্যাটেই সেই খেলতে পারে। শুধুমাত্র আইপিএল নয়, যদি বাংলাদেশের খেলা থাকত তাহলে অবশ্যই সেখানেও সে যোগ দিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball