ধোনীকে বিশ্বকাপ দলে চান ওয়ার্ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনী বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে বিশ্বকাপের স্কোয়াডে ধোনীকে রাখার পক্ষে মত দিয়েছেন সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন।
ধোনীর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ কোহলিকে বিশ্বকাপে সহযোগীতা করবে বলে মনে করেন ওয়ার্ন। সাবেক এই অজি ক্রিকেটারের মতে যে কোনো জায়গায় ব্যাট করার ক্ষমতা রয়েছে ধোনীর। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন ওয়ার্ন।

'ধোনী অসাধারণ খেলোয়াড়। দল যখন যে জায়গায় তাকে চায়, সেই জায়গাতেই সে ব্যাট করতে পারে। দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ধোনী। বিশ্বকাপে ভারতের দরকার তাকে। ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোহালিকেও সাহায্য করবে।'
অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেও সেরাদের কাতারে রাখছেন ওয়ার্ন। তবে, কোহলি যখনই চাপে পড়েছে তখনই ধোনী তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। কঠিন পরিস্থিতে ধোনীর মতো অভিজ্ঞতা দরকার বলেই বিশ্বাস ওয়ার্নের।
‘বিরাট কোহালি দুর্দান্ত লিডার। কিন্তু, কোহালি যখনই চাপে পড়েছে, তখনই দেখা গিয়েছে ধোনি এগিয়ে গিয়ে ওকে সাহায্য করেছে। একটা দল যখন ঠিকঠাক এগোয়, তখন সেই দলের নেতার কাজটা সহজ হয়ে যায়। কিন্তু, পরিস্থিতি যখন কঠিন, তখন ধোনির মতো অভিজ্ঞতার দরকার।’
রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওয়ার্ন। সেই অনুষ্ঠানেই এসব কথা বলেছেন সবেক এই অজি কিংবদন্তী স্পিনার।