ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ড দলে ব্লান্ডেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল। বদলি উইকেট রক্ষক হিসেবে তাঁকে দলে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
দ্বিতীয় টেস্ট চলাকালীন সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। তাই দ্বিতীয় টেস্টে তাঁকে নিয়ে রয়েছে শঙ্কা।

বুধবার দলের সঙ্গে যোগ দিবেন ব্লান্ডেল। দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলা এই উইকেটরক্ষক নিজের অভিষেক টেস্টেই উইন্ডিজদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২০১৭ সালে।
অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়েও শঙ্কায় রয়েছে নিউজিল্যান্ড শিবির। দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়ায় শেষ টেস্টে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়।
শুক্রবার ফিটনেস পরীক্ষা দেয়ার পরই তাঁর খেলার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।
দলের কোচ গ্যারি স্টেড অবশ্য ইঙ্গিত দিয়েছেন উইলিয়ামসনের পরিবর্তে শেষ টেস্টে অভিষেক হতে পারে উইল ইয়াংয়ের। উইলিয়ামসন না খেলতে শেষ টেস্টে কিউইদের নেতৃত্ব দিবেন টিম সাউদি।