মিরপুরে ব্যাটিংয়ে নেমেছেন আশরাফুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘরঃ ২২৫ অল আউট (৪৭.৩ ওভার)
(মোসাদ্দেক ৮৭) (সোহাগ গাজি ৩/৪১)
মোহামেডানঃ ১১৪/৩ (৩০ ওভার)

(রকিবুল ২২*, আশরাফুল ৮*)
মিরপুরের হোম অফ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) মোহামেডানকে ২২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ২২৬ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে মোহামেডান।
শুক্কুরের বিদায়ঃ
২ উইকেট হারিয়ে বসা মোহামেডানের পক্ষে রানের চাকা সচল রেখেছিলেন উইকেট রক্ষক ইরফান শুক্কুর এবং অধিনায়ক রকিবুল হাসান। কিন্তু দলীয় ১০০'র আগে শুক্কুরকে বিদায় করেন রবিউল ইসলাম রবি। তাঁর বিদায়ে ক্রিজে নেমেছেন মোহাম্মদ আশরাফুল
শুভ সূচনাঃ
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। দুই ওপেনার অভিষেক মিত্র এবং আব্দুল মজিদ দেখে শুনেই স্কোরবোর্ডে রান যোগ করেছেন। খানিকটা ধীরগতিতে সুজন ব্যাট করলেও দলকে ৫০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন তাঁরা। তবে দলীয় ৬৮ রানের মধ্যে দুজনকেই ডাক আউটে ফেরত পাঠান তানভির ইসলাম।