গল্পটা ভিন্ন হতে পারতোঃ রিয়াদ

ছবি: ছবিঃ সংগৃহীত

২০ রানে থাকা অবস্থায় স্লিপে দুইবার জীবন পেয়ে সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেই ওয়েলিংটন টেস্টের ভাগ্য বদলে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। স্লিপে তাঁর ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাদমান ইসলাম অনিক। সেই সময় ক্যাচটা লুফে নিতে পারলে এই ম্যাচের গল্পটা ভিন্ন হতো বলে ধারণা করছেন রিয়াদ।
টানা দুই টেস্টে ব্যর্থ বাংলাদেশ দলের পারফর্মেন্সে হতাশ রিয়াদ। চলতি সিরিজে যেমন পারফর্ম করছে টাইগাররা তাঁর চেয়েও ভালো দল বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টের জন্য নিজেদের মানিয়ে নেয়ার জন্য বেশি সময় পাবেনা বাংলাদেশ দল। তারপরও অধিনায়ক আশা করছেন শেষ টেস্টে সব কিছুর সঙ্গে দ্রুত মানিয়ে নিবেন তাঁরা। রিয়াদ বলেন,
‘খুবই হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমরা এর থেকেও ভালো দল। পরের টেস্টে আমাদের আরও দ্রুত নিজেদের মানিয়ে নিতে হবে।
'আমি ক্যাচ (টেইলরের) ফেলেছি, স্লিপে আরও একটি পড়েছে। ঐ ক্যাচটা নিতে পারলে গল্পটা অন্যরকম হতে পারতো।’