promotional_ad

মামুলি স্কোরে অল আউট শেখ জামাল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা থেকে বের হতে পারেনি শেখ জামাল। ইনিংসের ১৩ বল বাকি থাকতেই ১৮০ রানে অল আউট হয়েছেন শেখ জামাল।


ব্রাদার্সের পেসার মেহেদি হাসান ও মোহাম্মদ শরিফ ব্যাটিং পাওয়ারপ্লেতেই তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান। প্রথম দশ ওভারে তিন উইকেট খরচায় মাত্র ২১ রান তুলতে সক্ষম হয় শেখ জামাল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় দলটি।



promotional_ad

তিন নম্বরে নামা রাকিন আহমেদ ৩৪ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও মেহেদি দ্বিতীয় স্পেলে এসে রাকিনকে সাজঘরের পথ দেখান। তানবির হায়দার, নুরুল হাসান সোহান ও জিয়াউর রহামররা উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। 


শেষের দিকে এসে ইলিয়াস সানি লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে ছোট ছোট জুটি গড়ে শেখ জামালকে সম্মানজনক পুঁজি এনে দেন। সানির ৪২ রানের ইনিংসটি ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। 


এছাড়া শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল যথাক্রমে ১০ ও ১৫ রান করেন। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ১৮০ রানে অল আউট হয় শেখ জামাল। 



ব্রাদার্সের হয়ে মেহেদি হাসান তিনটি ও মোহাম্মদ শরিফ দুটি উইকেট শিকার করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball