promotional_ad

মুশফিককে আগলে রেখে সৌম্যকে বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন শান্ত

সৌম্য সরকার (বামে), নাজমুল হোসেন শান্ত (মাঝে) ও মুশফিকুর রহিম (ডানে)
চোটের কারণে পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। পেশির চোট থেকে সেরে উঠতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও ছিলেন না অভিজ্ঞ এই ব্যাটার। তবে গুঞ্জন ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ফিরলে একাদশের বাইরে রাখা হবে কাকে?

promotional_ad

ভারত ম্যাচের পর থেকেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চারপাশে। মাহমুদউল্লাহর বদলি হিসেবে ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয় সেঞ্চুরি করায় তাকে বাদ দেয়ার সুযোগ ছিল না। হৃদয়ের সঙ্গে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়াও জাকের আলীকে তো বাদ দেয়ার প্রশ্নই আসে না। ছন্দে থাকায় ফিট মাহমুদউল্লাহকেও বাইরে রাখার সুযোগ নেই। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আঙুলটা ওঠে মুশফিকুর রহিমের দিকে। 


আরো পড়ুন

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ

৩ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, আইসিসি

বাংলাদেশের হয়ে সবশেষ ১৫ ওয়ানডেতে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। মুশফিকের বাদ পড়ার সম্ভাবনা থাকলেও কোপটা পড়লো সৌম্য সরকারের উপর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও সাম্প্রতিক সময়ে ছন্দে ছিলেন তিনি। টুর্নামেন্টের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। এ ছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তার চেয়ে বেশি রান করতে পারেননি বাংলাদেশে আর কোন ব্যাটার। 


এই সময়ে ১২ ম্যাচে ৪৩ গড়ে ৪৩০ রান করেছেন সৌম্য। দুইটা হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও আছে তার। অথচ রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেট তাকে বাদ দিয়েই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল, মুশফিকরা সিনিয়রদের বাদ দেয়া যাবে না এমন ভাবনা থেকেই সৌম্যকে জায়গা ছাড়তে হয়েছে কিনা। এমন প্রশ্নে মুশফিককে আগলে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে এই দলে কেউ অটো চয়েজ নাই। দেখুন, সৌম্য টপ অর্ডারে ব্যাটিং করে আর রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে। সৌম্য যদি খেলতো তাহলে আমাদের ব্যাটিং অর্ডার অনেক বেশি পরিবর্তন করতে হতো। আর রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল, আপনি যদি সবশেষ ৪-৫টা ইনিংস দেখেন খুবই ভালো ব্যাটিং করেছে। সুতরাং ওই জায়গায় রিয়াদ ভাই গুরুত্বপূর্ণ ছিল।’


আরো পড়ুন

বাংলাদেশকে বিদায় করে ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

৫ ঘন্টা আগে
সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক রাচিন, আইসিসি

তিনি আরও যোগ করেন, ‘মুশফিক ভাইয়ের সবশেষ ৫ ইনিংস নিয়ে আমি একদমই চিন্তিত ছিলাম না। কারণ মুশফিক ভাইয়ের কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, পাশাপাশি আমরা অনেক বছর ধরে দেখছি দলের জন্য তার কত অবদান। হ্যাঁ, সবশেষ ২-৩টা ইনিংস হয়নি, হতে পারে। কিন্তু পরের ম্যাচে হয়ত উনি কামব্যাক করবে।’


চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত স্পষ্ট করে বলেছিলেন তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। অথচ মাঠের ক্রিকেটে সেটার ছিঁটেফোঁটা দেখা গেল না একটুও। দুবাইয়ে ভারতের বিপক্ষে হারার পর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও জিততে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটিং স্বর্গেও ব্যাটাররা রান করার কথা ভুলে গেলেন। টানা দুই ম্যাচ হেরে পাকিস্তানকে সঙ্গে নিয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক যদিও বলছেন বড় স্বপ্ন না দেখলে খেলবেন কীভাবে।



শান্ত বলেন, ‘জ্বী না, আমার কাছে ওরকম মনে হয় না। কারণ দলের যতগুলো খেলোয়াড় ছিল সবাই এই স্বপ্নটা নিয়েই এসেছিল। আমার মনে হয় যদি বড় স্বপ্ন না দেখি তাহলে কীভাবে খেলব। এখানে তো লড়াই করতে আসিনি, জিততে এসেছি। হ্যাঁ, ফলাফল হয়নি। সবসময় আমাদের দলের যারা আছে স্বপ্নটা বড় দেখতে পছন্দ করি। শুধু স্বপ্ন দেখলেই হবে না ওই অনুযায়ী কাজ করতে হবে। এই টুর্নামেন্টে হয়নি, আরেকটা ম্যাচ আছে ওইটা কীভাবে ভালো করতে পারি ওইটা আমাদের ফোকাস।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball