সাভারে নাইমের ব্যাটিং তান্ডব

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অফ রুপগঞ্জঃ
১৩৫/১ (১৮ ওভার)

(নাইম ৮২*)
সাভারে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। ম্যাচটিতে টসে জিতে রুপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শাইনপুকুর।
দুই ওপেনারের তান্ডবঃ
টসে হেরে ব্যাট করতে নেমে শাইনপুকুরের বোলারদের উপর ব্যাটিং তান্ডব চালিয়েছেন রুপগঞ্জের দুই ওপেনার মোহাম্মদ নাইম এবং আজমির আহমেদ। দুজনের ব্যাটে কোন উইকেট না হারিয়েই ১০০ রানের পুঁজি পায় দলটি। নাইম তুলে নেন ঝড়ো ফিফটি। অপরপ্রান্তে আজমির খানিকটা ধীর গতিতে খেললেও দলীয় ১৩২ রানের সময় দেলোয়ার হোসেনকে ৪৮ রানে থাকা অবস্থায় উইকেট দিয়ে বসেন। আজমির ফিরলেও শতেকের পথে হাঁটছেন নাইম।