promotional_ad

সন্তুষ্ট নন মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


নিজেকে পুরনোরূপে ফিরিয়ে না নিয়ে আসা পর্যন্ত পুরদমে সন্তুষ্ট হতে পারছেন না অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জাতীয় দলে ফিরে পেতে নিজের কাছে যেমন পারফর্মেন্স আশা করছেন সেটাও হচ্ছে না তাঁর মন মত।


এসব বিষয় সম্পর্কে অবশ্য অবগত এই ডানহাতি ব্যাটসম্যান। তারপরও আপ্রাণ চেষ্টা করছেন জাতীয় দলে জায়গা ফিরে পেতে। চলতি বছর বিপিএল এবং ডিপিএল টি-টুয়েন্টিতে ব্যাটে রান পেলেও পঞ্চাশ ওভারের ডিপিএলে ভালো পারফর্ম করতে মরিয়া হয়ে আছেন তিনি। 



promotional_ad

গেল বছর চোখের ইনজুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়তে হয় মোসাদ্দেককে। এরপর ঘরোয়া লীগে খেলে গেলেও জাতীয় দলের দরজা আর খুলে নি তাঁর জন্য।  


'সন্তুষ্টির জায়গাটা তখনই আসবে যখন আমি আমার জায়গায় ফিরতে পারবো। আমি যেমন আশা করি ওমন হচ্ছে না।' (মোসাদ্দেকের ভাষ্যমতে)


চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে চিটাগাং ভাইকিংসের হয়ে ১৩ ম্যাচে ২৫.৮৮ গড়ে মোসাদ্দেক করেছেন ২৩৩ রান। ডিপিএল টি-টুয়েন্টিতে আবাহনীর পক্ষে বড় কোন স্কোর গড়তে পারেন নি এই ব্যাটসম্যান।



তাই পঞ্চাশ ওভারের ডিপিএলে নিজেকে মেলে ধরতে মরিয়া হয়ে আছেন এই তরুণ। যদিও এবারের আসরে আবাহনীর পক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে মাত্র করেছেন ১৩ রান, বল হাতে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball