promotional_ad

পেসারদের কাছে লিটনের দাবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


উইকেট আর আউটফিল্ডে পার্থক্য খুজে পাওয়া দুষ্কর। সাথে ওয়েলিংটনের ওভারকাস্ট কন্ডিশন। সব মিলিয়ে পেসারদের জন্য স্বর্গ সাজিয়ে রাখা হয়েছে বললে ভুল হবে না। এমন কন্ডিশনে বাংলাদেশি বোলাররা ছোবল দেয়ার সুযোগ হাতছাড়া করেননি। আবু জায়েদ রাহি প্রথম স্পেলে এসেই প্রথম টেস্টের দুই সেঞ্চুরিয়ান জিত রাভাল ও টম ল্যাথামকে আউট করেছেন। ইবাদত হোসেন নিয়ন্ত্রিত বোলিং করে যোগ্য সঙ্গ দিয়েছেন রাহিকে। টেস্টের চতুর্থ দিনেও টাইগার পেসারদের কাছে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে কিউইদের চাপে রাখার দাবি রাখছেন লিটন দাস।


ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিন শুরুতে ব্যাট করে বাংলাদেশ ২১১ রান করে অল আউট হয়। তামিম ইকবাল ৭৪ রান ছিল বাংলাদেশ ইনিংসের উল্লেখযোগ্য স্কোর। জবাবে দিন শেষে ২ উইকেটে ৩৮ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ও রস টেইলর আছেন ক্রিজে।



promotional_ad

'রাহি এবং এবাদত দুইজনই ভালো বোলিং করছে। যে উইকেট আছে এখানে ঠিক জায়গায় ভালো বোলিং করলে অবশ্যই সফল হওয়া সম্ভব। সবাই জানে কন্ডিশন এবং উইকেট সবুজ থাকলে বোলাররা একটু চাঙ্গা থাকে। 


'এখানে ব্যাটসম্যানরাও একটু চিন্তা করে ব্যাটিং করে। কোন বলটা খেলবো কনটা খেলবো না। সাহায্য থাকবে, সবার জন্যই থাকবে। আসল বিষয়টা হচ্ছে ভালো জায়গায় বোলিং করা। তাহলেই সাফল্য আসবে,' দিন শেষে সাংবাদিকদের বলেছেন লিটন।


টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রথম ইনিংসে। তামিম ছাড়া আর কোন ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেন নি। চ্যালেঞ্জিং কন্ডিশনের চ্যালেঞ্জ থাকলেও এই উইকেটে রান তোলা সম্ভব, সেটা দেখিয়ে দিয়েছেন তামিম ইকবাল। 



'আসলে দুই দিন ধরে খেলা হচ্ছিল না, বৃষ্টির কারণে। তারপরও আমরা ব্যাটিং পেয়েছিলাম শুরুটা ভালো ছিল কিন্তু আরেকটু হয়তো ভালো করা যেত। ব্যাটসম্যানরা আরেকটু মনোযোগ দিয়ে যদি খেলতো তাহলে আরেকটু ভালো হতো,' উপলব্ধির জায়গা থেকে বলেছেন লিটন।


তিনি আরও যোগ করেন, 'দিন শেষে এটা বলবো যে দুইটা উইকেট নিতে সক্ষম হয়েছি আমরা, এটাও একটা ভালো দিক। আবাহাওয়া এবং উইকেট থেকে অনেক সাহায্য পাওয়া যাচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball