লিটনের চোখে ভালো অবস্থানে আছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে ১৭৩ রানে এগিয়ে থাকা বাংলাদেশ দলের জন্য চতুর্থ দিনের প্রথম ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উইকেট রক্ষক লিটন দাস। তাঁর মতে তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে টাইগাররা।
টানা দুইনের বৃষ্টির পর তৃতীয় দিন মাঠে গড়িয়েছে খেলা। প্রথম ইনিংসে বাংলাদেশ দল ২১১ রানে গুটিয়ে গেলেও নিউজিল্যান্ডের থেকে ১৭৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে টাইগাররা।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বল হাতে ঝলক দেখিয়েছেন দুই দলের বোলাররাই। কন্ডিশন এবং উইকেট কথা বলছে তাঁদের পক্ষে। তাই বোলারদের উপর আস্থা রাখছেন লিটন। তাঁর ভাষায়,
'কালকের প্রথম ঘন্টাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত ভালো অবস্থানে আছি আমরা। কাল প্রথম সেশন শেষ হওয়ার আগে যদি ২-১টা উইকেট ফেলে দিতে পারি এবং রান কম দিতে পারি তাহলে ইচিবাচক হবে আমাদের জন্য।
'কারণ এই খেলার যদি ফল বের হয় তাহলে রানের উপরেই যাবে। এই বিষয়টাতেই মনোযোগ দিতে হবে যেন রান কম হয় তাহলেই ভালো কিছু সম্ভব।'
২ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহি দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছেন ২ উইকেট, তাঁর সঙ্গী এবাদত হোসেনও ছিলেন ছন্দে। তাই চতুর্থ দিন প্রথম ঘন্টায় পেসারদের দিকেই চেয়ে থাকবে টাইগাররা।