আন্দ্রে রাসেলকে টি-টুয়েন্টিতে পাচ্ছেনা ক্যারিবিয়ানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে স্কোয়াডে রাখেন নি নির্বাচকরা।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য ইনজুরিতে থাকা পেসার কিমার রোচের বদলি হিসেবে দলে ফিরেছিলেন রাসেল। দলে ফিরলেও শেষ দুই ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামে ক্যারিবিয়ানরা।

দুবাইয়ে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) শেষ না করেই দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরেছিলেন রাসেল। টি-টুয়েন্টি স্কোয়াড থেকে রাসেলকে বাদ দেয়ার পর উইন্ডিজ ক্রিকেট থেকে জানানো হয়,
'উইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেল থেকে জানানো হয়েছে যে রাসেলকে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়েছে। উইন্ডিজে যাওয়ার আগে দুবাইয়ে তাঁর মেডিক্যাল চেক আপ করাতে হবে।'
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে উইন্ডিজদের নেতৃত্ব দিবেন জেসন হোল্ডার। এই সিরিজ দিয়ে ওয়ানডের পর এবার টি-টুয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন ক্রিস গেইল।
উইন্ডিজ টি-টুয়েন্টি স্কোয়াডঃ ক্রিস গেইল, জন ক্যাম্ববেল, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, ফ্যাবিয়েন অ্যালেন, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলি নার্স, ওশেন থমাস, দেবেন্দ্র বিশু, শেলডন কোট্রেল।