promotional_ad

৬০ বছর বয়সেও এভাবে ব্যাটিং করবঃ গেইল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৩৯ বছর বয়সী উইন্ডিজ হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলের দাবি ৬০ বছর বয়সেও এখনকার মত বিধ্বংসী মানসিকতা থাকবে তাঁর এবং তখনও এভাবেই ব্যাটিং করবেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচে ৪২৪ রান করার পর এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন এই ব্যাটিং দানব।


ওয়ানডে সিরিজে দুটি ফিফটির পাশাপাশি দুটি শতক হাঁকিয়েছেন গেইল। সিরিজে একাই ৩৯ ছক্কা হাঁকানো এই ক্যারিবিয়ান বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচও খেলে ফেলেছেন।


promotional_ad

বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে গেইলের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লীগ মাতিয়ে বেড়াবেন তিনি। যেকারণে ৬০ বছর বয়সেও বিধ্বংসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে তাঁর। গেইল বলেন,


'নিজের পারফর্মেন্স অথবা ছক্কার সংখ্যা দেখে অবাক হইনি অবশ্য। ছক্কা মারাটা আমার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। টি-টুয়েন্টিতে অনেক ছক্কা হাঁকাই সাধারণত কিন্তু এই প্রথম ওয়ানডেতে এমন হয়েছে। 


'৩৯টা ছক্কা, ব্যক্তিগত ভাবে দেখলে ৩৯ বছর বয়সে এতোগুলা ছক্কা হাঁকানো অনেক বড় ব্যাপার। ৬০ বছর বয়সেও এমন মানসিকতা  থাকবে আমার। 


'বিশ্বের যেকোন সেরা বোলারের বিপক্ষে রান করার ক্ষমতা থাকবে এটা কোনোদিন বদলাবে না। তবে আমার শরীর আমাকে সাহায্য করবে কিনা সেটাই চিন্তার বিষয়।'


এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন গেইল। যদিও গেল আসরের মত এবার রংপুরকে নিজের সেরাটা দিতে পারেন নি তিনি। বিপিএলের পরই উইন্ডিজ ওয়ানডে দলে ডাক পেয়ে নিজের সামর্থ্যের আরেকবার প্রমাণ দিয়েছেন উইনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball