তবুও মিরাজের পাশে যোশী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কঠিন সময়ে স্পিন বোলিং কোচ সুনীল যোশীকে পাশে পাচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪৯ ওভার বল করে ওভার প্রতি পাঁচ রান করে খরচ করে মাত্র দুই উইকেট আদায় করে নিয়েছেন এই অফ স্পিনার।
২০১৭ সালের নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশ টেস্ট দলের সদস্য ছিলেন মিরাজ। গতবার ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে ঘণ্টার পর ঘণ্টা হাত ঘুরিয়ে মাত্র চার উইকেট শিকার করেছিলেন তিনি। মিরাজের জন্য ২০১৭ সালের সফরটি শিক্ষা সফর হিসেবে বিবেচ্য ছিল। কিন্তু দ্বিতীয়বারের মতন নিউজিল্যান্ড সফরে এসেও পরিস্থিতির বদল হল না। তৃতীয় দিন শেষে স্পিন কোচ যোশী বলেছেন,

'বোলারদের জন্য সহজ নয়। বিশেষ করে মিরাজের জন্য, সে একজন তরুণ বোলার। ও সারা বছর শিখতে থাকবে। আমরা দেখেছি এখানকার কন্ডিশনে অনেক বড় বড় বোলার ব্যর্থ হয়েছে। হরভজন সিং, অনিল কুম্বলে আছেন তাদের মধ্যে। সুতরাং 'মিরাজকে এইটুক সুযোগ তো দিতেই হবে। আমি নিশ্চিত সে সফল বোলার হিসেবেই বের হয়ে আসবে।'
নিউজিল্যান্ডের কন্ডিশন স্পিনারদের জন্য পক্ষে কথা বলে না। বাংলাদেশের মত টেস্ট দলের মূল শক্তি যেখানে স্পিন, সেখানে নিউজিল্যান্ডের কন্ডিশনকে মেহেদি হাসান মিরাজদের পালন করতে হয় পেসারদের 'ছায়া' বোলার হিসেবে। মূল কাজ করবে পেসাররা, এক প্রান্ত থেকে চাপ সৃষ্টি করাই হবে মিরাজদের কাজ। হ্যামিল্টনে সেই কাজটাও ঠিক মতন করতে পারছেন না মিরাজ।
'যখন আপনি টপ অর্ডার ব্যাটসম্যানদের বিপক্ষে বল করবেন, প্রথম দিনের উইকেটে, আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ ঠিক রাখতে হবে। ফিঙ্গার স্পিনার হিসেবে প্রথম দিনের উইকেটে খুব বেশি কিছু করার থাকে না। ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যাওয়া আর পেসারদের সাহায্য করাই তাদের কাজ,' বলেছেন যোশী।