promotional_ad

তামিম কি করেছে দেখেছেন, সুনীলের প্রশ্ন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ড সিরিজের আগে বিপিএল নিয়ে ব্যস্ত থাকলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর টেস্টেও কন্ডিশনের অজুহাত দেয়ার সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের।


হ্যামিল্টনে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করা ওপেনার তামিম ইকবাল দেখিয়ে দিয়েছেন কন্ডিশন রান করার ক্ষেত্রে বাঁধা নয়। আর তাই তামিমকে উদাহরণ হিসেবে দেখিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশি। টেস্টের তৃতীয় দিন শেষে তিনি বলেছেন, 



promotional_ad

'দেখুন তামিম কি করেছে। ও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে, ঠিক নয় কী? এটা ব্যক্তির ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা কিভাবে দেখছে, কিভাবে নিজেদের প্রস্তুত করছে, কিভাবে নিজের মানসিকতায় বদল আনছে।'


ওয়ানডের ভরাডুবির পর টেস্টেও এমন প্রতিযোগিতাহীন ক্রিকেটের পেছনে প্রস্তুতির অভাবকে দায়ী করতে চান না সুনীল যোশি। বরং ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছেন তিনি। 


'আপনি যদি আমাদের মাঠের কন্ডিশন দেখেন, আমাদের এখানে আসার আগে ভালো প্রস্তুতির দরকার ছিল। এখানে আসার আগ জাতীয় দলের ক্রিকেটাররা সবাই বিপিএল খেলায় ব্যস্ত ছিল, যেটা একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আমি দোষ দিচ্ছি না। তবে বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়। আমরা অভিযোগ করছি না। বিষয়টি ব্যক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল।'



উল্লেখ্য বাংলাদেশ হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের থেকে ৩০৭ রানে পিছিয়ে আছে। সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থেকে দিন শেষ করেছেন।


বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। এর আগে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball