promotional_ad

লজ্জার রেকর্ডে মেহেদি মিরাজ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে বেশ খরুচে ছিলেন বাংলাদেশ দলের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৪৯ ওভার বোলিং করে ২টি মেইডেনসহ ২টি উইকেট শিকার করতে পারলেও ২৪৬ রান গুনতে হয়েছে তাঁকে। 


ফলে এখন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সবথেকে বেশি রান দেয়া বাংলাদেশী বোলার হিসেবে শীর্ষে উঠে এসেছেন মিরাজ। পাশাপাশি পুরো টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান দেয়া বোলারদের মধ্যে ষষ্ঠতে জায়গা করে নিয়েছেন তিনি।   


বাংলাদেশী বোলারদের মধ্যে হ্যামিল্টন টেস্টটির আগে এই লজ্জাজনক রেকর্ডের শীর্ষে ছিলেন তাইজুল ইসলাম। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এক ইনিংসে ৬৭.৩ ওভার বোলিং করে ২১৯ রান খরচ করেছিলেন তিনি। যদিও ৪টি উইকেট পেয়েছিলেন এই স্পিনার। আর মেইডেন ছিলো ১৩টি  


promotional_ad

তালিকার  তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে সাবেক স্পিনার মোহাম্মদ রফিক এবং সোহাগ গাজির। ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুরের মাঠে ৪৫ ওভার বোলিং করে ১৮১ রান গুনেছিলেন তিনি। ২টি উইকেট শিকার করার পাশাপাশই সেই ইনিংসে ৪টি মেইডেন দেন রফিক।  


২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে ৪৮ ওভারে ১৮১ রান খরচ করেন আরেক স্পিনার সোহাগ গাজি। সেবার চট্টগ্রামে অনুষ্ঠিত সেই টেস্টে ৪টি মেইডেন ওভার সহ ১ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন তিনি। 


তালিকার পঞ্চমে অবস্থান আবারও সেই তাইজুলের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে মিরপুরের মাঠে ৩ উইকেট নিতে তাঁকে গুনতে হয়েছিলো ১৭৯ রান। ৫১ ওভারের বোলিংয়ে তাঁর মেইডেন ছিলো ৩টি।


টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবথেকে বেশি রান দেয়া বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার চায়নাম্যান বোলার চাক ফ্লিটউড স্মিথ। ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান খরচায় ১ উইকেট নেন তিনি। মাত্র ৬টি মেইডেন ওভার পেয়েছিলেন এই অজি। 


দ্বিতীয় এবং তৃতীয়তে রয়েছেন যথাক্রমে ভারতের সাবেক অফ স্পিনার রাজেশ চৌহান এবং উইন্ডিজদের লেগ স্পিনার টমি স্মিথ। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ ওভার বোলিং করে ৮টি মেইডেন সহ ১ উইকেট শিকার করেছিলেন চৌহান। অপরদিকে ক্যারিবিয়ান স্মিথ ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০.২ ওভার বোলিং করে রান গুনেছিলেন ২৬৬। ৬টি মেইডেনসহ ৫টি উইকেট পান তিনি। 


পাকিস্তানের সাবেক পেসার খান মোহাম্মদ এবং ফজল মাহমুদ রয়েছেন এর পরের দুটি স্থানে। ১৯৫৮ সালে উইন্ডিজদের বিপক্ষে ৫৪ ওভার বোলিং করে ৫টি মেইডেনসহ ২৫৯ রান খরচ করেছলেন খান মোহাম্মদ। যেখানে ফজল ১৯৫৮ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ৮৫ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ২৪৭ রান। ৬টি মেইডেনসহ ২টি উইকেট পেয়েছিলেন তিনি এক ইনিংসে।  ফজলের পরে ষষ্ঠ স্থানটি এরই মধ্যে দখলে নিয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball