দ্রুততম টেস্ট সেঞ্চুরির তালিকায় তামিমের আধিপত্য
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে দেশের বাইরে টেস্টে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৯৪ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।
দ্রুততম সেঞ্চুরির তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানটিও রয়েছে তামিমের দখলে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ১০০ বল খেলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন টাইগার ওপেনার। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডেও ১০০ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।
টেস্টে বিদেশের মাটিতে দ্রুতম সেঞ্চুরির তালিকায় এরপরের স্থানটি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। উইন্ডিজদের বিপক্ষে ২০০৪ সালে সেন্ট লুসিয়াতে ১১৬ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। ১২৭ বলে সেঞ্চুরি নিয়ে তালিকার পঞ্চমে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

দেশের বাইরে বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরি :
তামিম ইকবাল -- ৯৪ বল-- প্রতিপক্ষ ইংল্যান্ড -- লর্ডস -- ২০১০
তামিম ইকবাল -- ১০০ বল-- প্রতিপক্ষ নিউ জিল্যান্ড-- হ্যামিল্টন -- ২০১৯
তামিম ইকবাল -- ১০০ বল -- প্রতিপক্ষ ইংল্যান্ড-- ওল্ড ট্র্যাফোর্ড -- ২০১০
হাবিবুল বাশার -- ১১৬ বল --প্রতিপক্ষ ও. ই.-- সেন্ট লুসিয়া --২০০৪
সাকিব আল হাসান --১২৭ বল--প্রতিপক্ষ নিউজিল্যান্ড--হ্যামিল্টন- ২০১০