দ্রুততম ফিফটিতে দ্বিতীয় তামিম
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৩৭ বলে ফিফটি হাঁকিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এরই সাথে টেস্টে বিদেশের মাটিতে বাংলাদেশীদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডে দ্বিতীয়তে উঠে এসেছে তিনি।
অবশ্য বিদেশের মাটিতে দ্রুততম ফিফটির তালিকায় তামিম রয়েছেন পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানেও। হ্যামিল্টনে ২০১০ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৩৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ৪৩ বলে ফিফটি হাঁকান এই ওপেনার।
অবশ্য তামিমের আগে টাইগারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডে অবস্থান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। উইন্ডিজদের বিপক্ষে গত বছর অ্যান্টিগাতে ৩৬ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি।
তালিকার তৃতীয় এবং চতুর্থতে অবস্থান সাবেক টাইগার দলপতি হাবিবুল বাশার সুমনের। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিটে ৩৭ বলে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। তারও আগে ২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ৩৮ বলে হাফসেঞ্চুরি তুলে নেন বাশার।

দেশের বাইরে বাংলাদেশের দ্রুততম টেস্ট ফিফটি :
নুরুল হাসান সোহান -- ৩৬ বল-- প্রতিপক্ষ উইন্ডিজ.-- অ্যান্টিগা -- ২০১৮
তামিম ইকবাল -- ৩৭ বল-- প্রতিপক্ষ নিউ জিল্যান্ড --হ্যামিল্টন-- ২০১৯
হাবিবুল বাশার -- ৩৭ বল --প্রতিপক্ষ ইংল্যান্ড-- চেস্টার-লি-স্ট্রিট --২০০৫
হাবিবুল বাশার -- ৩৮ বল-- প্রতিপক্ষ নিউ জিল্যান্ড -- হ্যামিল্টন -- ২০০১
তামিম ইকবাল -- ৩৯ বল -- প্রতিপক্ষ নিউ জিল্যান্ড -- হ্যামিল্টন -- ২০১০
তামিম ইকবাল -- ৪৩ বল -- প্রতিপক্ষ ইংল্যান্ড-- ওল্ড ট্র্যাফোর্ড -- ২০১০