promotional_ad

ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় দুলছে সফরকারী বাংলাদেশ। কিউইদের থেকে এখনও ৩০৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে তারা। হাতে রয়েছে আর মাত্র ৬টি উইকেট। 


এদিন ৭১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো কিউইরা। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে টাইগাররা। আগামীকাল ৩৯ এবং ১৫ রান নিয়ে ব্যাটিং করবেন দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ।  


নিউজিল্যান্ডের পাহাড়সম রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। উদ্বোধনী জুটি গড়েছিলেন ৮৮ রানের। প্রথম ইনিংসে শতক হাঁকানো তামিম দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। বলের মেধা বুঝে ব্যাটিং করে ৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে নেন তিনি।   


তবে প্রথম ইনিংসে বাংলাদেশি পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠানো কিউই পেসার নিল ওয়েগনার সাদমান এবং তামিমের দুর্দান্ত জুটিটি ভাঙ্গতে সক্ষম হন। ওয়েগনারের শর্ট বলটি মারতে গিয়ে ফাইন লেগে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন দারুণ খেলতে থাকা তামিমের সঙ্গী সাদমান।


৭১ বলে ৩৭ রানের ইনিংস খেলে ফিরেছেন এই বাঁহাতি। নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন আরেক বাঁহাতি মমিনুল হক। কিন্তু তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি ট্রেন্ট বোল্ট। দুই বলে দুই চার হাঁকিয়ে বোল্টের করা লেন্থে থাকা বলটি থার্ডম্যানে খেলতে গিয়ে এজ হয়ে স্লিপে থাকা রস টেইলরের হাতে ধরা পড়েন মমিনুল। দুই চারে ৬ বলে ৮ রান করে ফেরেন তিনি।


promotional_ad

দলীয় ১০০ রানের মাথায় মমিনুল আউট হলে তামিমের সাথে ক্রিজে যোগ দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু দুর্ভাগ্যক্রমে রানের খাতা খোলার আগেই ৪ বল খেলে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। ট্রেন্ট বোল্টের ২৬ তম ওভারের পঞ্চম বলট?? অফ সাইডের কিছুটা বাইরে ছিলো। কিন্তু ঠিক মতো ব্যাটে বলে করতে না পারায় শেষ পর্যন্ত গালি অঞ্চলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন মিঠুন। ১১০ রানের মাথায় তাঁর উইকেটটি হারানোর কিছুক্ষণের মধ্যে বিদায় নিতে হয় দারুণ খেলতে থাকা তামিম ইকবালকেও।


৩১ তম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলটি বাউন্সার দিয়েছিলেন কিউই পেসার টিম সাউদি। মাথা নিচু করে বলটি ছাড়তে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটের পেছন দিকে ছুঁয়ে সেটি ধরা পড়ে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের হাতে। এরই সাথে শেষ হয় তামিমের ৮৬ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসটির। আর বাংলাদেশ দলীয় ১২৬ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপদ বাড়িয়ে তোলে।


পরবর্তীতে সৌম্য সরকার এবং অধিনায়ক মাহমুদুল্লাহ্ রিয়াদের দৃঢ়তায় আর উইকেট না হারিয়ে দিন শেষ করতে সক্ষম হয় বাংলাদেশ। এখন পর্যন্ত ৪৮ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের পক্ষে ৫৩ রানে ২ উইকেট শিকার করেছেন পেসার ট্রেন্ট বোল্ট। আর একটি করে উইকেট পেয়েছেন নিল ওয়েগনার এবং টিম সাউদি। 


আজ ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে খেলা শুরু করেছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। পরবর্তীতে অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। ফলে ৪৮১ রানের বিশাল লিড পায় দলটি। ২৫৭ বলে ২০০ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন ছাড়াও এই রানের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন জিত রাভাল এবং টম লাথাম। এই দুই ব্যাটসম্যানই পেয়েছেন শতকের দেখা। আগের দিক ১৬১ রানের ইনিংস খেলেছেন লাথাম। অপরদিকে ১৩২ রান এসেছে রাভালের ব্যাট থেকে।   


এর আগে ম্যাচটির প্রথম টসে হেরে ব্যাটিং করতে নেমে কিউই বোলারদের তোপে মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে শুধু তামিম ইকবাল ছাড়া আর কেউই ভালো খেলতে পারেননি। তামিম ১২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন কিউই পেসার ওয়েগনার। মাত্র ৮৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। অপরদিকে ৭৬ রানে ৩ উইকেট নেন টিম সাউদি। 


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১৭৪/৪ (৪৩ ওভার) (দ্বিতীয় ইনিংস) (সৌম্য-৩৯*, মাহমুদুল্লাহ-১৫ *; বোল্ট- ২/৫৩, ওয়েগনার- ১/৪৮)


নিউজিল্যান্ডঃ ৭১৫/৬ (১৬৩ ওভার) (প্রথম ইনিংস) (উইলিয়ামসন- ২০০*, লাথাম- ১৬১; মিরাজ- ২/১৯০, সৌম্য- ২/৩১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball