promotional_ad

দুই শতক, এক দ্বিশতকে নিউজিল্যান্ডের রানের পাহাড়

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিত রাভাল এবং টম লাথামের শতকের পর কেন উইলিয়ামসনের অনবদ্য দ্বিশতকে রানের পাহাড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প??রথম ইনিংসে ১৬৩ ওভার ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ৭১৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক দলটি। ৪৮১ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে কিউইরা।


দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম শতক টেস্টের দ্বিতীয় দিন তুলে নিয়েছিলেন জিত রাভাল। ২২০ বলে ১৩২ রান সংগ্রহ করে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন রাভাল। ১৯টি চার এবং একটি ছয়ে সাজানো ছিল এই ওপেনারের ইনিংস।



promotional_ad

তাঁর বিদায়ের পর উইকেটে থিতু হয়ে থেকে নিজের ক্যারিয়ারের নবম শতক তুলে নিয়েছে ফর্মে থাকা আরেক ওপেনার লাথাম। রাভালের সাথে উদ্বোধনী জুটিতে ২৫৪ রান সংগ্রহ করেন লাথাম। শতক হাঁকিয়ে দেড়শ রান তুলেছেন লাথাম। ১৭ চার এবং ৩ ছয়ে ২৪৮ বলে ১৬১ রানের ইনিংস খেলে মিডিয়াম পেসার সৌম্য সরকারের বলে আউট হয়ে ফিরেছেন তিনি। এরপর ৮১ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন হেনরি নিকোলসও। দ্বিতীয় দিনের একেবারে শেষ বেলায় মেহেদি হাসানের মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।


এদিকে নিজের ব্যাটিং সামর্থ্য দেখাতে শুরু করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় দিন অপরাজিত ছিলেন ৯৩ রান নিয়ে, নিউজিল্যান্ড শেষ করেছিল চার উইকেট হারিয়ে ৪৫১ রান নিয়ে।


তৃতীয় দিনের শুরুতেই ১৪৩ বলে ব্যক্তিগত বিশতম শতক তুলে নেন উইলিয়ামসন। অপর প্রান্তে ব্যাট হাতে টাইগার বোলারদের উপর চওড়া হন নিল ওয়েগনার। ৩৫ বলে ৪৭ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান টেস্ট অভিষেক হওয়া পেসার এবাদত হোসেন।



ব্যাট হাতে নিজের ইনিংসকে আর দীর্ঘ করতে থাকেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ছয় হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবুও থামেননি এই ডানহাতি। কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে লিড বাড়াতে থাকেন। একপ্রান্তে শান্ত ব্যাটিং করেন উইলিয়ামসন, অপর প্রান্তে ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন গ্র্যান্ডহোম। ৩৮ বলে অর্ধশতক তুলে নেন এই অলরাউন্ডার।


দিনের দ্বিতীয় সেশনের মাঝ পথে এসে ২৫৭ বলে দ্বিশতক হাঁকিয়ে ইনিংস ঘোষণা করেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। নিজের ইনিংসে ১৯টি চার মেরেছিলেন উইলিয়ামসন। অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক, তাঁর সাথে ৪ চার এবং ৫ ছয়ে ৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন গ্র্যান্ডহোম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball