promotional_ad

লিড বাড়িয়েই চলছে নিউজিল্যান্ড

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


নিউজিল্যান্ডঃ ৬৩৭/৬ (১৫৩ ওভার) (প্রথম ইনিংস)


(উইলিয়ামসন ১৭৪*, গ্র্যান্ডহোম ২৫*; মিরাজ-২/১৯০, সৌম্য-২/৩১)


বাংলাদেশঃ ২৩৪/১০ (৫৯.২ ওভার) (প্রথম ইনিংস)


(তামিম- ১২৬; ওয়েগনার ৫/৪৭, সাউদি- ৩/৭৬)


হেমিল্টনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাটিং চালিয়ে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। ছয় উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছেন স্বাগতিক দলটি। দ্বিতীয় দিন শেষে তাঁদের সংগ্রহ ছিল চার উইকেট হারিয়ে ৪৫১ রান, লিড ২১৭ রানের।


নিউজিল্যান্ডের বিশাল লিডঃ টেস্টের সহজাত ব্যাটিং করে যাচ্ছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর ব্যাটিংয়ে ইতিমধ্যে লিড চারশ রানে পৌঁছেছে স্বাগতিক দলটির। ১৫৩ ওভার ব্যাটিং করেছে দলটি, তাঁদের মোট সংগ্রহ ৬৩৭, ছয় উইকেটের বিনিময়ে।



promotional_ad

উইলিয়ামসন ব্যাটিং করছেন ১৭৪ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে নামা কলিন ডি গ্র্যান্ডহোম একশর উপর স্ট্রাইক রেটে রান তুলছেন। দুইটি ছয়ে ২৩ বলে ২৫ রান সংগ্রহ করেছেন তিনি। 


মিরাজের শিকার ওয়াটলিংঃ মধ্যাহ্ন বিরতির ঠিক পূর্ব মুহূর্তে নিউজিল্যান্ডের ষষ্ঠ এবং নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১৪৭.৫ ওভারে ওয়াটলিংকে সাজঘরে ফেরান মিরাজ।


মিরাজের করা লেগ স্ট্যাম্পের বাইরের বলটি আলতো হাতে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন ওয়াটলিং। ব্যাটের মাঝে লাগাতে পারেননি তিনি। ব্যাটকে হালকা ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে বন্দি হন ওয়াটলিং। ৩১ করা এই ব্যাটসম্যান খেলেছেন ৬৭ বল, যেখানে তাঁর চারের সংখ্যা দুটি।


এদিকে ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেই যাচ্ছেন উইলিয়ামসন। ইতিমধ্যে দেড়শ রান ছাড়িয়ে ১৬৬ রানে ব্যাটিং করছেন তিনি। দলের রান ৬০৫, ছয় উইকেটের বিনিময়ে। নিউজিল্যান্ডের বর্তমান লিড ৩৭১ রানের।


ছয় হাজারের ক্লাবে উইলিয়ামসনঃ টেস্টে ৬০০০ রানের মাইলফলকে ঢুকেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে সেভন পার্কে এই রেকর্ডে জায়গা করে নেন এই ডানহাতি।


বর্তমানে দলের লিড বাড়াতে ব্যস্ত এই অধিনায়ক। ১৯০ বলে ১৩৮ রানে ব্যাটিং করছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন ওয়াটলিং, যিনি ব্যাটিং করছেন ১৯ রানে। নিউজিল্যান্ডের বর্তমান রান ৫৬৩, পাঁচ উইকেটের বিনিময়ে। লিড তিনশ পেরিয়ে ৩২৯


তিনশ ছাড়াল লিডঃ বিশাল লিডের পথে নিউজিল্যান্ড। ইতিমধ্যে তিনশ ছাড়িয়েছে স্বাগতিক দলটির লিড। অসাধারণ ব্যাটিং শৈলী দেখিয়ে যাচ্ছেন অধিনায়ক উইলিয়ামসন। ১২৩ রানে ব্যাটিং করে যাচ্ছেন তিনি।


তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন ওয়াটলিং। তিনি ব্যাটিং করছেন ৬ রানে। নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৩৭, পাঁচ উইকেটের বিনিময়ে। লিড ৩০১ রানের।



দিনের শুরুতেই এবাদতের হানাঃ তৃতীয় দিন এসে অভিষেক উইকেটের দেখা পেলেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন। ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকা নিল ওয়েগনারকে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে ৪৭ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান এবাদত।


নতুন ব্যাটসম্যান হিসেবে অধিনায়ককে সঙ্গ দিতে নামেছেন বিজে ওয়াটলিং। ১০৫ রানে ব্যাটিং করছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের লিড বর্তমানে ২৭৬, মোট সংগ্রহ ৫১০/৫।


উইলিয়ামসনের শতকঃ ইনিংসের ১২২তম ওভারে টাইগার পেসার খালেদ আহমেদের বিপক্ষে লং অনে থেলে দিয়ে এক রান নিয়ে ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের বিশতম শতকটি হাঁকিয়ে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।


মাত্র নয়টি চার হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অসাধারণ ধৈর্যের প্রতিমা তিনি। তাঁর সাথে দারুণ সং দিয়ে যাচ্ছেন নিল ওয়েগনার। ২৩ বলে ২৬ রান নিয়ে দ্রুত রান তোলার প্রচেষ্টায় আছেন তিনি।


১২২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৪৮২। তাদের লিড দাঁড়িয়েছে ২৪৯ রানের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball