হ্যামিল্টনে টস হারলেন মাহমুদুল্লাহ
ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যমিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। এরই মধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
আঙ্গুলে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে পড়ায় অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে রিয়াদের কাঁধে। এই ম্যাচে ভালো ফলাফল আনতে হলে তাঁকে সামনে থেকেই যে নেতৃত্ব দিতে হবে তা বলাই বাহুল্য।

এদিকে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ নিউজিল্যান্ড জিতলে র্যাঙ্কিংয়ের দুইয়ে থেকে জুলাইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে খেলবে কিউইরা। সুতরাং প্রথম টেস্ট থেকেই বাংলাদেশকে চাপের মুখে রাখতে চাইবে তারা নিঃসন্দেহে।
বাংলাদেশ স্কোয়াডঃ
তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।