বাংলাদেশের অনুপ্রেরণা শ্রীলংকা এবং ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সম্প্রতি সময়ে এশিয়ার দুই দল ভারত এবং শ্রীলংকা বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে এশিয়ার এই দুই দলের পারফর্মেন্স থেকে অনুপ্রেরণা নেয়ার চেষ্টা করবেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ভারত এবং শ্রীলংকার মত নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টেস্ট সিরিজে ভালো করার লক্ষ্য এখন টাইগারদের।
সময়ের সাথে এতদিনে কন্ডিশনের সাথে পরিচিত হয়ে উঠেছে দলের খেলোয়াড়রা। সেই সঙ্গে প্রতিপক্ষের বোলারদের ক্ষমতা সম্পর্কে ধারণা আছে টাইগার শিবিরের। মানসিক ভাবে শক্ত থেকেই পারফর্ম করার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। রিয়াদ জানান,

'সম্প্রতি সময়ের উদাহরণ থেকে অবশ্যই অনুপ্রেরণা নেয়ার চেষ্টা করব। কারণ তাঁরা যেভাবে খেলেছে আমরাও ওইভাবে আমাদের শক্তি অনুযায়ী খেলতে চাই। এসব কন্ডিশন সম্পর্কে আমরা জানি, অদের বোলিং অ্যাটাক সম্পর্কে আমাদের ধারণা আছে।
'কোন বোলার কিরকম করতে পারে, আমরা কিভাবে বিষয়গুলো কাজে লাগাবো এটা নির্ভর করবে আমাদের উপর। আমরা জানি যে কন্ডিশন সহজ হবেনা, সুইং থাকবে বলে, এসব জেনেই নিজেদের মানসিক ভাবে শক্ত রেখেই মাঠে নেমে পারফর্ম করার চেষ্টা থাকবে।'
এদিকে বিদেশের মাটিতে ভালো পারফর্ম করা বরাবরই চ্যালেঞ্জিং। অধিনায়ক আরও জানালেন অনেকের ভেতরে বাংলাদেশের ভালো করা নিয়ে সংশয় থাকলেও তাঁর মনে এমন কিছু কাজ করছেনা। তিনি আরও বলেন,
'আমাদের কাছে সব সময় একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে বাইরের কন্ডিশনে আমরা কেমন পারফর্ম করছি। বাইরের কন্ডিশনে আমরা টেস্ট জিততে পারব কি পারব না।
'সবার ভেতরে এই সংশয়টা থাকে। দলের অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি আমাদের মধ্যে এসব জিনিষগুলো কাজ করছে না।'