সতর্ক উইলিয়ামসন, হুমকি হতে পারে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোন ম্যাচে জয় পাওয়া হয় নি বাংলাদেশ দলের। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইট ওয়াশ হলেও আসন্ন টেস্ট সিরিজে তাঁদের হালকা ভাবে নিচ্ছেন না কিউই দলপতি কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই হুমকি বলে মনে করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই টাইগারদের নিয়ে সতর্ক নিউজিল্যান্ড শিবির।
২০১২ সালের পর হ্যামিল্টনে কোন টেস্ট ম্যাচ হারে নি নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টাইগাররাও চাইবে টেস্টে ভালো কিছু করতে। যেকারণে আসন্ন সিরিজে বাংলাদেশকে হালকা ভাবে নিতে নারাজ ব্ল্যাক ক্যাপ্স শিবির।

সম্প্রতি সময়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে ফাফ ডু প্লেসিসদের হোয়াইট ওয়াশ করেছে শ্রীলংকা। লঙ্কানদের উদাহরণ টেনে উইলিয়ামসন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই সবাইকে হারানোর সামর্থ্য রাখে। তিনি বলেন,
'আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলকেই হালকা ভাবে নেয়া উচিৎ নয়। সব দলই হুমকি এখানে। বাংলাদেশ অনেক প্রতিভাবান একটি দল।
'সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলংকা। প্রোটিয়াদের যেকোন জায়গায় হারানো এতো সহজ নয়, তাও আবার তাঁদের ঘরের মাঠে। সব দলই সব দলকে হারানোর সামর্থ্য রাখে।'
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ৷ হ্যামিল্টনের স্যাডন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।