ওয়ালশের বিশ্বাসের সারথি হতে চান এবাদত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের চার পেসার এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি এবং খালেদ আহমেদের উপর অগাধ বিশ্বাস দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। টেস্ট জিততে হলে চারজন মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ উইকেট শিকার করতে হবে, এবাদতদের পাথেয় দেখিয়েছেন ওয়ালশ। গুরুর দেখানো পথে হাঁটে ভালো পারফর্মেন্স করতে চান এবাদত।
টেস্ট সিরিজে মাঠে নামার আগে বোলারদের নিয়ে একটি একান্ত সভা করেছিলেন ওয়ালশ। সেখানে তাদেরকে সাফল্যের উপায় বাতলে দিয়েছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী। এই প্রসঙ্গে এবাদত বলেছেন,

'কোর্টনি ওয়ালশ আমাদের যে জিনিসটা বললো যে আমরা চারজন মিলে যদি ২০ উইকেট নিতে পারি তাহলে এখানে টেস্ট জেতা সম্ভব। উনি আমাদের ওপর যথেষ্ট বিশ্বাস রেখেছেন। তিনি আসলে আমাদের নিয়ে অনেক আশাবাদী। আমরা চার জন যদি ২০ উইকেট নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি টেস্ট জেতার।
'ওখানে যাওয়ার পরে কোচের কিছু পরিকল্পনা ছিলো। আমরা আসলে বোলার এবং কোচ মিলে একটি সভা করেছিলাম। এটা আসলে আমাদের নিজেদের সভা, কোনও দলের না। আমরা চেয়েছি কিভাবে কাজে লাগানো যায় সবকিছু।'
নিজের বোলিং নিয়েও কথা বলেছেন এবাদত। গত দেড় বছর চম্পকা রামানায়েকের সাথে নিজের বোলিংয়ের ধারাবাহিকতা এবং লাইন, লেন্থ নিয়ে কাজ করেছেন তিনি। নিজেকে আরও পরিণত করে তৈরি করেছেন এরই মধ্যে। পাশাপাশি টেস্ট খেলার স্বপ্ন দেখছেন তিনি। এবাদতের বক্তব্য,
'গত দুই বছরের মধ্যে আমি চম্পকা রামানায়েকের সাথে কাজ করেছি এক দেড় বছর। বিশেষ করে আমি কাজ করেছি আমার অ্যাকুরেসি, লাইন এবং লেন্থ নিয়ে। উনি আমাকে বাহবা দিয়েছিলেন যে আমার বোলিং অ্যাকশন রয়েছে তাতে আমি লম্বা সময় ধরে বোলিং করতে পারবো।
'ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি আসলে লাল বল নিয়ে স্বপ্ন দেখি। আমি আসলে কাজ করছিলাম ধারাবাহিকতা এবং লাইন, লেন্থ নিয়ে। আলহামদুলিল্লাহ এই জায়গায় আসার পরে এখন অনেক ভালো বোধ করছি।'