উত্তরাকে একাই জেতালেন তানজিদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফতুল্লায় ডিপিএল টি-টুয়েন্টি লীগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলাঘর স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। উত্তরার পক্ষে ব্যাট হাতে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন তানজিদ হাসান।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৭ ওভারে। জয়ের জন্য ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই স্কোরবোর্ডে ২৩ রান যোগ করতেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে উত্তরা।
সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্ব কাঁধে নেন ওপেনার তানজিদ হাসান এবং মিডেল অর্ডার ব্যাটসম্যান মিনহাজ খান। দুজনই দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন।
নিজেদের মধ্যে ৫০ রানের জুটিও গড়েন এই দুই ব্যাটসম্যান। ফিফটি তুলে নেন তানজিদ। কিন্তু এই দুজনের ৮২ রানের জুটি ভাঙ্গেন রবিউল হক। তুলে নেন নিজের তৃতীয় উইকেট।

উইকেট হারালেও সেখান থেকে অনায়সে জয়ের বন্দরে পৌঁছে যায় উত্তরা। ৫৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তানজিদ। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন রবিউল হক।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে রাফসান আল মাহমুদের ২৮ এবং মইনুল ইসলামের ২০ রানের উপর ভর করে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেটে ১০৭ রান তুলতে সক্ষম হয় খেলাঘর। উত্তরার পক্ষে আব্দুর রশিদ এখন সাজ্জাদ হোসেন নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘরঃ ১০৯/৭ (১৭ ওভার)
(রাফসান আল মাহমুদ ২৮) (সাজ্জাদ ২/৫)
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ ১১০ঃ ১১০/৪ (১৫.৫ ওভার)
(তানজিদ হাসান ৭২*) (রবিউল হক ২৩/৩)