ডিপিএল টি-টুয়েন্টির সেমিফাইনালে শাইনপুকুর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ডিপিএল টি-টুয়েন্টি লীগে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিন মোহামেডানকে ২২ রানে হারায় আফিফ হোসেনের দল।
১৯৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল মোহামেডান। দুই ওপেনারের আব্দুল মজিদ এবং অভিশেক মিত্রর ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করে দলটি।
মিত্র ১৯ রান করে ফির???েও তিন নম্বরে নামা আশরাফুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মজিদ। কিন্তু দলীয় ৭৪ রানে দুই ব্যাটসম্যানকেই হারিয়ে বসে তাঁরা।
এরপর দলীয় ১০৪ রানের মাঝে আরও ৩ ব্যাটসম্যান বিদায় নিলে ম্যাচে ফেরা কঠিন হয়ে দাঁড়ায় মোহামেডানের জন্য। বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেটে থিতু হয়ে দ্রুত রান তুলতে থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর।

তাঁর ২৯ বলে ৫২ রানের উপর ভর করে জয়ের বন্দরে না যেতে পারলেও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় মোহামেডান।
শাইনপুকুরের পক্ষে সোহরাওয়ার্দী শুভ, সুজন হাওলাদার এবং হামিদুল ইসলাম নেন ২টি করে উইকেট। ২২ রানের জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে শাইনপুকুর।
এর আগে প্রথমে ব্যাট করে তৌহীদ হৃদয়ের ৪১ বলে ৬৬ এবং শুভাগত হোমের ঝড়ো ১৮ বলে ৫৮ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রানের পুঁজি পায় শাইনপুকুর।
সংক্ষিপ্ত স্কোরঃ
শাইনপুকুর - ১৯২/৪ রান, ওভারঃ ২০
হৃদয় ৬৬* (৪১), শুভাগত ৫৮* (১৮)
মোহামেডান- ১৭০/৯ (২০ ওভার)
(ইরফান শুক্কুর ৫২*), (সোহরাওয়ার্দী শুভ ২/১৭)