ক্রিজে আশরাফুল

ছবি: ছবিঃ সংগৃহীত

স্কোরঃ
শাইনপুকুর - ১৯২/৪ রান, ওভারঃ ২০
হৃদয় ৬৬* (৪১), শুভাগত ৫৮* (১৮)
মোহামেডান- ৬২/১ (৭ ওভার)

(আশরাফুল ১২*, মজিদ ৩০)
মিরপুরের হোম অফ ক্রিকেটে ডিপিএল টি-টুয়েন্টি লীগে মোহামেডানকে ১৯৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে মোহামেডান।
ভালো শুরুঃ
১৯৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। ইনিংসের প্রথম ৪ ওভারে হাত খুলেই খেলেছেন দুই ওপেনার অভিষেক মিত্র এবং আব্দুল মজিদ। কিন্তু ইনিংসের ৫ম ওভারে এসে সোহরাওয়ার্দী শুভকে উইকেট ছুঁড়ে দেন অভিষেক।
অভিষেক বিদায় নিলেও আব্দুল মজিদের সঙ্গে ক্রিজে নেমে জুটি বেঁধেছেন মোহাম্মদ আশরাফুল। ১২ বলে ১২ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন তিনি।