মুস্তাফিজের পরিশ্রম কমাতে চান ওয়ালশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট||
বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের ওপর থেকে পরিশ্রমের মাত্রা কমানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
তিনি জানিয়েছেন মুস্তাফিজকে সতেজ রাখতে হলে তাঁকে যথাযথ বিশ্রামের ব্যবস্থা করতে হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই ক্যারিবিয়ান এই কিংবদন্তী বলেছেন, 'মুস্তাফিজের ক্ষেত্রে আমাদের নিশ্চিত করতে হবে যেন সে সুস্থ এবং সতেজ থাকে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টেস্ট খেলা মুস্তাফিজের জন্য বেশ কঠিন হবে, মানছেন ওয়ালশ। যদিও এই বিষয়টি নির্বাচকদের ওপরে ছেড়ে দিয়েছেন তিনি। একই সাথে মুস্তাফিজকেও তিনি আহ্বান জানিয়েছেন তাঁর সমস্যা তুলে ধরতে,
'নিউজিল্যান্ড সফরে নির্বাচকেরা মুস্তাফিজকে দিয়ে কয়টি টেস্ট খেলাতে চান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাঁর ওয়ার্ক লোড মনিটর করতে হবে। তাঁকেও নিজের সমস্যার কথা বলতে হবে। আমাদের ভেবে দেখতে হবে কী ধরনের উইকেট ওর বোলিংয়ের সঙ্গে যায়। আমি যেটা মনে করি, মুস্তাফিজের জন্য তিন টেস্ট খেলাটা বেশ কঠিন হবে,' বলেছেন ওয়ালশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সম্ভাব্য সেরা দল নিয়ে নামতে চান ওয়ালশ। হ্যামিল্টনে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে মুস্তাফিজের ওপর দায়িত্ব থাকছে অনেক বেশি। তাঁকে সামনে থেকে পেস বোলিংয়ের নেতৃত্ব দিতে হবে। এই প্রসঙ্গে টাইগারদের বোলিং কোচের ভাষ্য,
'অবশ্যই আমরা এখানে এসেছি টেস্ট সিরিজ জিততে। সুতরাং প্রথম টেস্টে সেরা দলটি নিয়ে নামার চেষ্টা করছি আমরা এবং আমি এই ব্যাপারে ইতিবাচক। মুস্তাফিজকে এক্ষেত্রে কিছুটা বেশি পরিশ্রম করতে হবে এবং সে এই ব্যাপারে অবগতও আছে।'
'তবে মুস্তাফিজ যেন অতিরিক্ত পরিশ্রম না করেন এবং সতেজ থেকে বিশ্বকাপে খেলতে যেতে পারেন সেই ব্যাপারটিও দেখভাল করবেন ওয়ালশ। ক্যারিবিয়ান এই সাবেক পেসার বলেছেন, 'আমাকে নিশ্চিত করতে হবে যেন সে অনুশীলনে অতিরিক্ত বল না করে। আমার দায়িত্ব হলো তাঁকে সতেজ রাখা।'