গাজি গ্রুপকে জেতালেন দুই রনি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিকেএসপির বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে গাজি গ্রুপ ক্রিকেটারর্স। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ১০ ওভারে। প্রথমে ব্যাট করে বিকেএসপিকে ১০ ওভারে ১২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গাজি গ্রুপ ক্রিকেটার্স। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলতে সক্ষম হয় বিকেএসপি।
১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গাজি গ্রুপের বোলারদের তোপের মুখে পড়ে বিকেএসপি। স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বসে তাঁরা।
সেখান থেকে দলকে টেনে তুলেন আকবর আলি এবং আমিনুল ইসলাম। দুজন মিলে জুটি গড়েন ৭৯ রানের। আকবর ২০ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেন নি।

কামরুল ইসলাম রাব্বির বলে তিনি সাজঘরে ফিরলে আমিনুল ইসলামের ৩৪ এবং আব্দুল কাইয়ুমের অপরাজিত ৯ রানের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ৯৪ রান তুলতে সক্ষম হয় বিকেএসপি। ২ ওভারে ২ রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ১৬ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ১২৩ রানের পুঁজি পায় গাজি গ্রুপ। বিকেএসপির পক্ষে ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন নওশাদ ইকবাল।
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজি গ্রুপঃ ১২৩/৪ (১০ ওভার)
(রনি ৪১) (নওশাদ ৩/২০)
বিকেএসপিঃ ৯৬/৪ (১০ ওভার)
(আকবর ৪৩) (রনি ২/২)