promotional_ad

চাপের মুখে রাখবে বাংলাদেশী বোলাররাঃ টেইলর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশী বোলাররা কিউই ব্যাটসম্যানদের চাপের মুখে রাখবে, বিশ্বাস দলটির অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলরের।


 হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে মাঠে নামার আগে প্রতিপক্ষ বোলারদের সমীহ করছেন ৩৪ বছর বয়সী টেইলর। টাইগারদের বিপক্ষে সিরিজটি প্রসঙ্গে তিনি বলেছেন,  


'উইকেট সাধারণত ভালোই। গত সিরিজে (ওয়ানডে) বাংলাদেশী বোলারদের বোলিং দেখেছি এবং আমি নিশ্চিত যে তারা আমাদের চাপের মুখে রাখবে।'   



promotional_ad

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর সেরা ওয়ানডে ইনিংস খেলা ব্যাটসম্যানের পুরষ্কার লাভ করেছেন রস টেইলর। ২০১৮ সালের মার্চে ডুনেডিনে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৮১ রানে অপরাজিত ছিলেন তিনি।


ইনজুরি আক্রান্ত টেইলর ১ পায়ে খেলেছিলেন সেই ম্যাচটিতে। দুর্দান্ত এই ইনিংসটির কল্যাণে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ইনিংসের পুরষ্কার নিজের করে নিয়েছেন এই কিউই। সেই ম্যাচটি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 


'এটি সম্ভবত এক বছর আগে হয়েছিলো, সুতরাং আমার খুব বেশি মনে নেই। ফিজিও মাঠে এসে আমাকে জিজ্ঞেস করেছিলো যে আমি খেলতে পারবো কিনা এবং আমি বলেছিলাম আমি চেষ্টা করবো। আর সেটাই আমি করেছি।'


উল্লেখ্য আগামী ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের স্কোয়াডের অপরিহার্য সদস্য হিসেবে থাকছেন টেইলর।



এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে মোট ৭টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ৪৪.৩০ গড়ে ৪৪৩ রান করার পাশাপাশি হাঁকিয়েছেন ৫টি অর্ধশতক।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball