ফতুল্লায় তান্ডব চালাচ্ছেন রনি তালুকদার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজি গ্রুপঃ ৪৯/০ (৪ ওভার)
(রনি ২৩*, ওয়ালিউল ২৩*)

ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টিতে দ্বিতীয় দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাঠে নেমেছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং বিকেএসপি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১০ ওভারে। ম্যাচটিতে টসে হেরে এখন ব্যাট করছে গাজি গ্রুপ।
গাজির উড়ন্ত সূচনাঃ
বিপিএলের দারুণ ফর্ম যেন এখানেও ধরে রেখেছেন রনি তালুকদার। ১০ ওভারের ম্যাচ হওয়ার কারণে শুরু থেকেই হাত খুলে খেলছেন এই ওপেনার। তাঁর সঙ্গী ওয়ালিউল করিমও একই গতিতে রান বাড়িয়ে যাচ্ছেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ রায়হান উদ্দিন,মেহেদি হাসান রানা, ওয়ালিউল করিম রনি, মেহেদি হাসান, আবু হায়দার রনি, তৌহিদ তারেক, মায়শুকুর রহমান, সাজ্জাদুল হক।
বিকেএসপিঃ রাতুল খান, রাতুল খান, সাদমান রহমান, আমিনুল ইসলাম, শামিম হোসেন, আকবর আলি, আব্দুল কাইয়ুম, মুকিদুল হাসান জয়, হাসান মুরাদ, সুমন খান, নওশাদ ইকবাল।