অভিষেকে অর্ধশতক রবিউলের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘরঃ ১১৪/১ (১৫ ওভার)
(রবিউল ৬৯*, অঙ্কন ২৩*; শাহিদুল ১/২০)
শেখ জামালঃ ১৬৯/৫ (২০ ওভার)

(নাসির হোসেন ৩৪, নুরুল হাসান ৪৩; মইনুল ইসলাম ২/২৬)
মিরপুরে দিনের প্রথম খেলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হয়েছেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শেখ জামালের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে খেলাঘর।
অর্ধশতক রবিউলেরঃ বিশাল লক্ষ্য লক্ষ্য তাড়ায় দলকে ভালো অবস্থানে রেখেছেন ওপেনার রবিউল ইসলাম রবি। টি-টুয়েন্টি অভিষেকে ইতিমধ্যে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।
৩৫ বলে ৫০ রান করেন এই ব্যাটসম্যান, যেখানে সাতটি চার এবং একটি ছয় ছিল তাঁর। বর্তমানে ৪৯ বলে ৬৯ রানে উইকেটে রয়েছেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।
২৫ বলে ২৩ রান নিয়ে ক্রিজে আছেন তিনি। জয়ের জন্য খেলাঘরের প্রয়োজন ৩০ বলে ৫৬ রান, হাতে আছে নয় উইকেট।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব একাদশঃ মোহাম্মদ জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, তানভির হায়দার, মোহাম্মদ ইলিয়াস, শাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান, মোহাম্মদ হাসানুজ্জামান, সালাউদ্দিন শাকিল, শাহবাজ চৌহান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি একাদশঃ অমিত মজুমদার, রবিউল ইসলাম, মাহিদুল ইসলাম (অধিনায়ক), মইনুল ইসলাম, মাসুন খান টুটুল, তানভির ইসলাম, সাদিকুর রহমান, রাফসান আল মাহমুদ, রবিউল হক, রিশাদ হোসেন, ইরফান হোসেন।