promotional_ad

মিরপুরে ঝড় তুলেছেন নাসির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ ১১৬/৩ (১৫ ওভার)


(নাসির হোসেন ২৩*, নুরুল হাসান ১৩*)


সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খেলাঘরের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। 


ঝড় তুলেছেন নাসিরঃ



promotional_ad

বিপিএলে বেশী ম্যাচ খেলার সুযোগ না পেলেও ডিপিএল টি-টুয়েন্টিতে মাঠে নেমেই তান্ডব চালাচ্ছেন নাসির হোসেন। ৮১ রানে ৩ উইকেট হারানো শেখ জামালকে ইতিমধ্যে ১০০ রানের পুঁজি এনে দিয়েছেন তিনি এবং অধিনায়ক সোহান। ১৬ বলে ২ ছক্কার সাহায্যে ২৩ রানে অপরাজিত আছেন নাসির। 


মইনুলের জোড়া আঘাতঃ


৩৮ রানে প্রথম ব্যাটসম্যানকে হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেছিলেন ফারদিন হাসান অনি এবং ইমতিয়াজ হোসেন। কিন্তু তাঁদের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান মইনুল ইসলাম। দুজনকেই এক ওভারে সাজঘরে ফেরান তিনি।  


পাওয়ার প্লে-তে উড়ন্ত সূচনাঃ


টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে পাওয়ার প্লে-তে হাত খুলেই খেলেছেন শেখ জামালের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং ফারদিন হাসান অনি। 



হাত খুলে খেলতে থাকলেও পঞ্চম ওভারের শেষ বলে উইকেট ছুঁড়ে দেন অনি। ১৯ বলে ২১ রান করার পর ইরফান হোসেনের বলে রবিউল ইসলাম রবির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। 


উইকেট হারালেও রানের চাকা সচল রাখে দলটি। পাওয়ার প্লে শেষ হওয়া পর্যন্ত স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেন ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন এবং হাসানুজ্জামান। 


শেখ জামাল ধানমণ্ডি ক্লাব একাদশঃ মোহাম্মদ জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, তানভির হায়দার, মোহাম্মদ ইলিয়াস, শাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান, মোহাম্মদ হাসানুজ্জামান, সালাউদ্দিন শাকিল, শাহবাজ চৌহান।


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি একাদশঃ অমিত মজুমদার, রবিউল ইসলাম, মাহিদুল ইসলাম (অধিনায়ক), মইনুল ইসলাম, মাসুন খান টুটুল, তানভির ইসলাম, সাদিকুর রহমান, রাফসান আল মাহমুদ, রবিউল হক, রিশাদ হোসেন, ইরফান হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball