বিপিএল-পিএসএলের পর নতুন ঠিকানায় ডি ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল-পিএসএলের পর এবার ইংলিশ কাউন্টি মাতাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টের জন্য মিডেলসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
চলতি সপ্তাহে মিডেলসেক্স কর্তৃপক্ষ ডি ভিলিয়ার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানা গিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ইতিমধ্যে এবির ইংলিশ কাউন্টিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গেল মৌসুমে টেবিলের তলানিতে থেকে মৌসুম শেষ করেছিল দলটি। নিজেদের ১৪ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয়ের মুখ দেখেছিল তাঁরা। যেকারণে এবার এবিকে দলে নিয়েছে মিডেলসেক্স।
এখন পর্যন্ত ২৭২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। যেখানে ৩৬ গড়ে ৭৩০০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫২টি ফিফটির পাশাপাশি ৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
গেল বছরের মে মাসে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক। অবসরের পর থেকে বিভিন্ন টি-টুয়েন্টি লীগ মাতিতে বেড়াচ্ছেন তিনি।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বর্তমানে পাকিস্তান সুপার লীগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাচ্ছেন ক্রিকেটের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান।