promotional_ad

ভেট্টরি প্রথম, সাকিব দ্বিতীয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


এখন পর্যন্ত ৮টি টেস্টে কিউইদের মুখোমুখি হয়ে ২৬ উইকেট তুলে নিয়েছেন সাকিব। যেখানে তাঁর বোলিং গড় ২৮.৯২ এবং ইকোনমি রেট ২.৫৩।



promotional_ad

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেরা উইকেট শিকারি বোলারের তালিকায় সাকিবের অবস্থান দ্বিতীয়তে। সেরা পাঁচে অবশ্য তিনি ছাড়া আর কোনও বাংলাদেশী বোলার নেই। 


সাকিবের ওপরে ৯ ম্যাচে ৫১ উইকেট নিয়ে অবস্থান করছেন সাবেক কিউই তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। বাংলাদেশের বিপক্ষে তাঁর বোলিং গড় ১৬.৫ এবং ইকোনমি রেট ২.২৭।


সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে ক্রিস মার্টিন এবং নেইল ওয়াগনারের। টাইগারদের বিপক্ষে মাত্র ৪টি টেস্ট খেলেছেন মার্টিন। যেখানে ২২.৫২ গড় এবং ৩.৭৪ ইকোনমিতে ১৯ উইকেট শিকার করেছেন সাবেক এই পেসার। 



অপরদিকে মাত্র ৩টি টেস্ট খেলেই ১৭ উইকেট দখলে নিয়েছেন আরেক পেসার ওয়াগনার। বাংলাদেশের বিপক্ষে তাঁর বোলিং গড় ও ইকোনমিও দারুণ। মাত্র ২৩.০৫ গড়ে বোলিং করেছেন তিনি। আর ৩.১১ তাঁর ইকোনমি রেট। 


তালিকার পঞ্চম স্থানে আছেন ডানহাতি পেসার ইয়াইন ও ব্রিয়েন। ১৪.০৬ গড় এবং ২.০৮ ইকোনমিতে বোলিং করে মোট ৪টি ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন এই কিউই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball