বাংলাদেশের বিপক্ষে ইনজুরিতে মিলনে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনজুরির কবলে পড়েছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। দুই দিনের এই ম্যাচটিতে মাত্র ৪ ওভার বোলিং করা এই পেসার বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। পরবর্তীতে আর বোলিং করেননি তিনি।
এর আগে গত বছর পাকিস্তানের বিপক্ষে টি টুয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন মিলনে। এরপর ঘরোয়া ক্রিকেটে সুপার স্ম্যাশ লীগ দিয়ে আবারও মাঠে ফেরেন তিনি। সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে খেলা মিলনে টুর্নামেন্টের ফাইনালে নর্দান নাইটসের বিপক্ষে তিন উইকেট শিকার করে দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ছিলো তাঁর জন্য নিজেকে আরও একবার প্রমাণের বড় সুযোগ। বিশেষ করে প্লাংকেট শিল্ড টুর্নামেন্টের শেষ তিন রাউন্ডের আগে এই ম্যাচটি দিয়ে নিজেকে ঝালাই করে নিতে চেয়েছিলেন তিনি।
এদিকে কিউইদের কোচ গ্যারি স্টিড এবং নির্বাচক গেভিন লারসেনের দেয়া তথ্য মতে চারদিনের ক্রিকেটে উপযুক্ত হওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে ২৬ বছর বয়সী ডানহাতি এই পেসারকে। এছাড়াও নিজেকে ফিট প্রমাণ করে তাঁকে ফিরতে হবে জাতীয় দলের রাডারে।
২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন অ্যাডাম মিলনে। কিন্তু এবারের বিশ্বকাপে তিনি স্কোয়াডে থাকছেন কিনা সেটি অনিশ্চিতই বলা চলে। কেননা কিউইদের দলে বর্তমানে রয়েছেন লকি ফার্গুসনের মতো নিয়মিত পারফর্মার। দলে ঢুকতে হলে তাঁর সাথেই মূল প্রতিযোগিতাটি করতে হবে মিলনেকে।
উল্লেখ্য এখন পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে মোট ৪০টি ওয়ানডে খেলেছেন মিলনে। যেখানে ৫.২৬ ইকোনমি রেটে ৪১ উইকেট শিকার করেছেন তিনি। তবে টেস্ট ক্রিকেটে এখনও পদার্পণ করার সৌভাগ্য হয়নি তাঁর। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডেও তাঁকে রাখেননি নির্বাচকেরা।